National

প্রকাশিত সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল, ছাত্রীদের দখলে প্রথম ও দ্বিতীয় স্থান

Published by
News Desk

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল বৃহস্পতিবার। ফলাফলে এবার ছাত্রদের বড়সড় টেক্কা দিয়েছে ছাত্রীরা। সে পাশের হারেই হোক বা প্রথম, দ্বিতীয় বা তৃতীয় স্থান দখলেই হোক। সবেতেই মেয়েদের জয়জয়কার। এবার সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় প্রথম স্থানে রয়েছে ২ জন। যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে ২ কন্যা। ৫০০-র মধ্যে দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯৯। ডিপিএস মেরঠ রোড গাজিয়াবাদ-এর ছাত্রী হংসিকা শুক্লা ও এসডি পাবলিক স্কুল, মুজফ্ফরনগর উত্তরপ্রদেশের করিশ্মা অরোরা এবার যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছেন।

প্রথম স্থানে যেমন ২ জনই ছাত্রী তেমনই দ্বিতীয় স্থানে রয়েছেন ৩ জন, যাঁদের সকলেই ছাত্রী। অর্থাৎ দ্বিতীয় স্থানও রইল ছাত্রীদের দখলেই। ৩ ছাত্রীরই প্রাপ্ত নম্বর ৪৯৮। হৃষীকেশের নির্মল আশ্রম দ্বীপমালা পাবলিক স্কুলের ছাত্রী গৌরাঙ্গী চাওলা, কেন্দ্রীয় বিদ্যালয় রায়বরেলির ঐশ্বর্য এবং হরিয়ানার বিআরএসকে ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলের ভব্যা দ্বিতীয় স্থান দখল করেছেন। তৃতীয় স্থানে রয়েছে ১৮ জন ছাত্রছাত্রী। এখানেও সংখ্যা গরিষ্ঠ মেয়েরাই। ১৮ জনের মধ্যে ১১ জনই মেয়ে। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৭।

এবার সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েদের পাশের হার অনেকটাই বেশি। ছাত্রীদের পাশের হার যেখানে ৮৮.৪ শতাংশ সেখানে ছাত্রদের পাশের হার ৭৯ শতাংশ। অনেকটাই পিছনে ছাত্ররা। এছাড়া ট্রান্সজেন্ডার পরীক্ষার্থীদের মধ্যে পাশের হার ৮৮.৩ শতাংশ। বিশেষভাবে সক্ষমদের পাশের হার ৯০.২৫ শতাংশ। সিবিএসই দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পাশ করেছেন কেন্দ্রীয় বিদ্যালয় থেকে। পাশের হার ৯৮.৫৪ শতাংশ।

Share
Published by
News Desk