Entertainment

তাঁকে কুরুচিকর আক্রমণ, ঝগড়ায় জড়ালেন অভিনেত্রী সেলিনা জেটলি

অত্যন্ত কুরুচিকর কথা কাটাকাটিতে জড়িয়ে পড়লেন অভিনেত্রী সেলিনা জেটলি। সবটাই হল সোশ্যাল মিডিয়ায়। তবে এমন কুরুচিকর ঝগড়া ভাল চোখে নিচ্ছেন না অনেকেই।

Published by
News Desk

২০০১ সালে মিস ইন্ডিয়া হন। তারপর ক্রমে বলিউডে পা দেওয়া। বেশ কয়েকটি সিনেমায় তাঁকে অভিনয় করতে দেখা যায়। সেই সেলিনা জেটলিকে কুরুচিকর আক্রমণ করেন এক ব্যক্তি।

২০০৩ সালে সেলিনা বলিউডে পা রাখেন ফিরোজ খানের সিনেমা ‘জানশিন’-এ। যেখানে তাঁর বিপরীতে নায়ক ছিলেন ফারদিন খান। সেই সিনেমার হাত ধরে সেলিনা জেটলিকে উমেইর সান্ধু নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেন।

উমেইর সান্ধু দাবি করেন, সেলিনা জেটলিই বলিউডের একমাত্র অভিনেত্রী যিনি ফিরোজ খান এবং তাঁর ছেলে ফারদিন খানের শয্যাসঙ্গিনী হয়েছিলেন। এটা পড়ার পর তার উত্তর দেন সেলিনা।

সেলিনা পাল্টা সান্ধুকে সোশ্যাল মাধ্যমেই আক্রমণ শানিয়ে তাঁকে নপুংসক বলে ব্যাখ্যা করেন। এটাও লেখেন যে নপুংসতা সারানোর জন্য এইসব উপায় অর্থাৎ সেলিনাকে এমন কুরুচিকর আক্রমণ না করে বরং সান্ধু যেন চিকিৎসকের পরামর্শ নেন। নপুংসতার সমস্যা মেটাতে সান্ধুর চিকিৎসকের কাছে অবশ্যই একবার যাওয়া উচিত বলেও পরামর্শ দেন সেলিনা।

তাতে আবার পাল্টা চটে যান সান্ধু। তিনি ফের সেলিনাকে আক্রমণ করে তাঁকে সি গ্রেড অভিনেত্রী বলে উল্লেখ করেন। সেলিনাকে তাঁর অভিনীত সিনেমাগুলির দিকেও একবার চেয়ে দেখতে বলেন।

সেলিনাকে স্বার্থপরও বলেন সান্ধু। এমনও লেখেন যে সত্যিটা তেতো লেগেছে সেলিনার। ২০০৩ সালে জানশিন-এর অডিশনে ফিরোজ খানের সামনে কি করেছিলেন সেটাও সকলকে বলতে বলেন সান্ধু।

প্রসঙ্গত উমেইর সান্ধু নামে ওই ব্যক্তি সলমন খান, শেহনাজ গিল, সিদ্ধার্থ মালহোত্রাদের সম্বন্ধেও এর আগে কুরুচিকর ট্যুইট করেছিলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk