Health

কোন উচ্চতার মানুষদের ক্যানসারের ঝুঁকি বেশি

লম্বা হওয়া ভাল একথা শৈশব থেকেই অনেককে বলতে শোনা যায়। কিন্তু বাস্তবে লম্বা হওয়া আশির্বাদ না অভিশাপ, সে প্রশ্ন তুলে দিল একটি রিপোর্ট।

Published by
News Desk

ছোট থেকে সবাইকে বলতে শোনা যায় লম্বা হওয়া ভাল। এমনকি বিজ্ঞাপনেও লম্বা করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রোডাক্ট বিক্রির চেষ্টা হয়ে থাকে।

কিন্তু সেই লম্বা হওয়া এখন আশির্বাদ না অভিশাপ, সে প্রশ্ন তুলে দিল একটি রিপোর্ট। রিপোর্টে দাবি করা হয়েছে সাধারণ উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মহিলা ও পুরুষদের ক্ষেত্রে ক্যানসারের ঝুঁকি বেশি।

ব্রিটেনের রয়্যাল সোসাইটি এই রিপোর্ট পেশ করেছে। রিপোর্টে স্বাভাবিক উচ্চতা ধরা হয়েছে পুরুষদের ক্ষেত্রে ৫ ফুট ৭ ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে ৫ ফুট ৩ ইঞ্চি। এরপর পুরুষ বা নারীর ১০ সেন্টিমিটার করে উচ্চতা বৃদ্ধি ক্যানসারের ঝুঁকি বাড়াতে থাকে।

মহিলাদের ক্ষেত্রে প্রতি ১০ সেন্টিমিটারে ক্যানসারের ঝুঁকি বাড়ে ১৩ শতাংশ করে। পুরুষদের ক্ষেত্রে প্রতি ১০ সেন্টিমিটার উচ্চতা বৃদ্ধিতে ক্যানসারের ঝুঁকি বাড়ে ১১ শতাংশ করে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ২৩ ধরণের ক্যানসারের। তারমধ্যে প্রয়োজনের বেশি উচ্চতা ১৮ ধরণের ক্যানসার ছড়ানোর ঝুঁকি তৈরি করে। যারমধ্যে রয়েছে অগ্ন্যাশয়, পাকস্থলী, মুখগহ্বর, খাদ্যনালী সহ নানা অঙ্গে ক্যানসার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts