Health

বয়স বাড়িয়ে দেয় এই রোগ, বলছে গবেষণা

ব্রিটেনের কয়েকজন গবেষক দেখালেন রোগটি হলে বয়স যেন দ্রুত বেড়ে যায়। অসময়ে বয়স্ক হয় হাড়ের শক্তি।

Published by
News Desk

এটা আগেই জানা যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্যানসার বাড়ে। কিন্তু ব্রিটেনের কয়েকজন গবেষক দেখালেন উল্টোটাও হয়। অর্থাৎ ক্যানসার হলে বয়স যেন দ্রুত বেড়ে যায়।

কীভাবে? গবেষকরা জানাচ্ছেন, ব্লাড ক্যানসার বা লিউকেমিয়া হলে কম বয়সেও বোনম্যারো কোষগুলি দ্রুত বয়স্ক হয়ে পড়ে।

অসময়ে বয়স্ক হয় হাড়ের শক্তি। এমনকি গবেষকরা জানাচ্ছেন, যা পরিস্থিতি তাতে ক্যানসার আক্রান্ত নয়, এমন কোষগুলির ক্ষেত্রেও বয়সজনিত সমস্যা বাড়িয়ে দেয় লিউকেমিয়া।

রক্তের ক্যানসার আবার বোনম্যারো যত বয়স্ক হয় ততই বাড়তে থাকে। আবার ক্যানসার বাড়তে থাকা চিকিৎসাকে কঠিন করতে থাকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Healthcare

Recent Posts