World

কানাডার ধর্মস্থানে বন্দুকবাজের হামলা, মৃত ৬

Published by
News Desk

ফের বন্দুকবাজের হানা। এবার ধর্মস্থানে। কানাডার কুইবেক শহরে একটি ধর্মস্থানে রাত আটটা নাগাদ প্রার্থনা চলছিল। সেই সময়ে সাধারণ মানুষ সেজে ঢুকে সেখানে হামলা চালায় ৩ যুবক। তাদের হাতে বন্দুক ছিল। ধর্মস্থানে তখন ৪০ জনের মত মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের লক্ষ্য করে আচমকাই এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে বন্দুকবাজেরা। তাদের গুলিতে ৬ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ দ্রুত এলাকা ঘিরে ফেলে। বন্দুকবাজদের গ্রেফতার করতে সমর্থ হয়েছে পুলিশ। কানাডা সরকারের তরফে এই হামলার কড়া নিন্দা করা হয়েছে। এই ঘটনাকে সন্ত্রাসবাদী কার্যকলাপের তকমা দিয়েছে তারা।

 

Share
Published by
News Desk