আকাশ থেকে নামল মাছ, জ্বলে উঠল ঝোপঝাড়, অন্ধকার চারধার
অতি আজব কিছু ঘটনা শুনে অবাস্তব মনে হলেও ঘটে যায় এই ধরণীতলে। তেমনই একটি ঘটনা এটা। যেখানে একটি মাছের জন্য ঝোপঝাড় জ্বলে গেল। অন্ধকার হয়ে গেল চারধার।

ঘটনাটা না ঘটে যদি একটি কাহিনি হিসাবে বইয়ের পাতায় থাকত তাহলেও তা পড়ার পর কাহিনিকারের প্রতি শ্রদ্ধা জাগত। তিনি তাঁর লেখনীর গুণে এমন এক সুন্দর কাহিনির জন্ম তো দিলেন!
কিন্তু এ ঘটনা কল্পনা নয়, ঘোর বাস্তব। ঘটনার শুরু একটি বক পাখির হাত ধরে। বক যেমন মাছ ধরে তেমনই ধরেছিল। ধরেছিল একটি নদী থেকে। তারপর সেটি নিয়ে উড়ে যায় আকাশে।
অনেকটা পথ পার করে। কিন্তু তারপর আর মাছটি সে ধরে রাখতে পারেনি। তার মুখ থেকে সেটি নিচে পড়ে যায়। মাছটি আকাশ থেকে নেমে একটি বিদ্যুতের তারের ওপর পড়ে। পড়তে তারটি থেকে অগ্নিস্ফুলিঙ্গ বেরিয়ে আসে।
সেই আগুনের টুকরো গিয়ে পড়ে তার সংলগ্ন একটি শুকনো ঘাসের ঢিবির ওপর। আগুনে সেটি জ্বলে ওঠে। বেশ কিছুটা জায়গা জুড়ে শুকনো ঘাস, ডালপালা সবেতেই আগুন লেগে যায়। যা অর্ধেক হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে।
এখানেই বিষয়টি থেমে যায়নি। এই আগুন আবার এমনভাবে ছড়ায় যে সেখানে বিদ্যুৎ সরবরাহের লাইনে তার প্রভাব পড়ে। এলাকা জুড়ে লোডশেডিং হয়ে যায়।
একটা বকের মুখ থেকে মাছ ফসকে যাওয়া যে এমন বড় কাণ্ড ঘটাবে তা কে জানত! ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার অ্যাশক্রফ্ট গ্রামে।
এই সবই তো হল, কিন্তু প্রশ্ন হল মাছটার কি হল? সেটাও জানা গেছে। মাছটি ওই ঘাসের আগুনে কাঁচা মাছ থেকে পোড়া মাছে বদলে যায়।