World

মিলনের ইচ্ছায় মারমুখী প্রবণতা, রাস্তা বন্ধ করল ২ বাইসন

২টি বাইসন মিলে একটা শহরের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত করে ছাড়ল। এমন অবস্থা যে শহরের একাধিক রাস্তায় যান চলাচলই বন্ধ করে দিতে হল প্রশাসনকে।

বাইসনগুলি যেখানে নিশ্চিন্তে দিন কাটাচ্ছিল, সেই খামার থেকে ২টি বাইসন পালায়। লুকিয়ে নয়। কার্যত সকলের চোখের সামনে বেড়া ভেঙে তছনছ করে তারা বেরিয়ে পড়ে রাস্তায়। তারপর শহরের পথে এগোয়।

শান্তভাবে নয়। তাদের শরীরী ভাষা ছিল মারমুখী। একটা চরম রাগ যেন ঠিকরে বার হচ্ছিল। সেভাবেই তারা পৌঁছে যায় শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায়। যা দেখার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

ওই রাস্তাগুলিতে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়। যাতে গাড়ি বা আরোহীদের কোনও ক্ষতি না হয়। অন্যদিকে বাইসনগুলি যাতে সুরক্ষিত থাকে সেদিকেও নজর রাখা হয়।


কেন এমন কাণ্ড করল ২ বাইসন? বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বছরের অন্য সময় হলে এমনটা হয়তো তারা করত না। এমন রাগী মানসিকতা বেরিয়ে আসত না তাদের মধ্যে থেকে। কিন্তু বছরের এই সময়টা বাইসনদের মিলনের সময়।

তাই সেই মিলন পরিস্থিতি তৈরি হওয়ার আগে পর্যন্ত তারা চরম উত্তেজনায় ভোগে। ফলে তাদের আচরণে পরিবর্তন আসে। এই সময় তারা যে কোনও কিছু করে বসতে পারে।

মিলন সম্পূর্ণ হলে তারপর তারা ফের পুরনো অবস্থায় ফিরে যায়। কানাডার অন্টারিও-র রাজপথে এই ২ বাইসনের দাপাদাপি খবর হতে সময় নেয়নি। গত সোমবার যখন ২টি বাইসন এমন কাণ্ড করছিল তখন প্রশাসনের তরফে সোশ্যাল মিডিয়া মারফত শহরবাসীকে সতর্ক করা হয়।

কোন কোন রাস্তা এড়িয়ে চলতে হবে তা জানানো হয়। দীর্ঘক্ষণ এমন চলার পর অবশেষে ২ বাইসনকে পাকড়ও করা হয়। পরিস্থিতি ফের স্বাভাবিক হয়।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *