World

এমন বেড়ালই নেই, অথচ তাকে খুঁজে পেয়েছে জানিয়ে ফোনের বন্যা, বিরক্ত মহিলা

যে বেড়াল কোনও কালে ছিলই না, সেই বেড়ালকে তিনি খুঁজে পেয়েছেন জানিয়ে এক মহিলার কাছে একের পর এক ফোন। বেড়াল ফেরত দিতে ফোনে টাকাও চাওয়া হচ্ছে।

এক মহিলার সারাদিন ধরে ফোন বেজেই চলেছে। আর সে ফোন একেবারেই অযথা। অচেনা সব মানুষজন ফোন করে জানাচ্ছেন তিনি ওই মহিলার হারিয়ে যাওয়া বেড়াল খুঁজে পেয়েছেন। তবে বেড়াল তিনি তখনই দেবেন যদি তাঁকে খুঁজে দেওয়ার উপযুক্ত টাকা দেওয়া হয়।

মহিলা অবশ্য একেবারেই এ ধরনের ফোনকে গুরুত্ব দিচ্ছেন না। কারণ তাঁর কোনও বেড়াল হারায়নি। তাঁর একটি পোষা বেড়াল আছে বটে। তবে সে বাড়িতেই আছে।

মহিলা ফোনে স্পষ্ট জানাচ্ছেন তাঁর কোনও বেড়াল হারায়নি। তাই কোনও বেড়াল তাঁর ফেরতও চাইনা। কিন্তু ফের আসছে অন্য কারও ফোন। আর এভাবেই সারাদিনে ফোন ধরতে ধরতে জেরবার হয়ে যাচ্ছেন তিনি।

ওই মহিলার অবশ্য কোনও কিছু করার নেই। কারণ সব ফোন আসছে একটি টিশার্টের কারণে। ওই টিশার্টটি যে সংস্থা তৈরি করেছে তারা টিশার্টটির সামনে একটি বেড়ালের ছবি দিয়েছে। আর তার তলায় লিখে দিয়েছে বেড়ালটি হারিয়ে গেছে।

তাকে খুঁজে পেলে কোন ফোন নম্বরে ফোন করে জানাতে হবে সেটাও লেখা। পুরোটাই একটি সৃজনশীল ভাবনা। এমন কোনও বেড়াল হারায়নি। কিন্তু ওই টিশার্টের নম্বর লিখে অনেকেই আশপাশে ঘোরা একইরকম দেখতে বেড়াল দেখে তাকে পাকড়াও করে ফোন করছেন ওই মহিলাকে।

সংস্থার তরফে বিষয়টি জানার পর স্পষ্ট করা হয়েছে যে তারা জানে এমন কোনও বেড়াল নেই। এটা নিছকই এক শিল্পীর ভাবনা। যা টিশার্টটিকে আকর্ষণীয় করার জন্য তৈরি করা।

ফোন নম্বর মিলে যাওয়াটা নেহাতই কাকতালীয় বলে জানিয়েছে ওই সংস্থা। এদিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার বাসিন্দা ওই মহিলা কিন্তু ফোনের চোটে জেরবার।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *