সারি দিয়ে গাড়ি, প্রতীকী ছবি
অন্যতম ব্যস্ত রাস্তা। সারাক্ষণ যানবাহন চলাচল লেগেই আছে। ছোট গাড়ি থেকে অতিকায় মালবাহী ট্রাক, সবই চলে এই রাস্তা দিয়ে। সেখান দিয়েই একটি ট্রাক যাচ্ছিল। প্রথমে সেটি একটি সিগনালে দাঁড়ায়। তারপর সিগনাল ছাড়তে একটু এগোয়।
একটু এগিয়ে যাওয়ার পর ট্রাক এগোতে থাকে আর তার পিছনের অংশ দিয়ে একটা একটা করে ক্রেট রাস্তায় পড়তে থাকে। ক্রেটে যা ছিল তা যেমন সুস্বাদু তেমনই উপকারি ফল। নাম ব্লুবেরি।
একসময় এই ফলটি ভারতে তেমন হতনা। তবে ভারতে এখন এই ফলের চাষ বেড়েছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, কর্ণাটকে এখন ব্লুবেরির চাষ হচ্ছে।
তবে এই ঘটনা ভারতের নয়, কানাডার। সেখানে ব্রিটিশ কলম্বিয়া নামে জায়গায় লাফিড হাইওয়ের ওপর দিয়ে সবে গাছ থেকে পাড়া প্রচুর ব্লুবেরি নিয়ে যাচ্ছিল ট্রাকটি। থরে থরে সাজানো ছিল ব্লুবেরি ভর্তি ক্রেট।
সেই ক্রেটগুলির অনেকগুলি রাস্তায় পড়ে ব্লুবেরি ছড়িয়ে পড়ে রাস্তায়। তাজা ব্লুবেরি রাস্তায় পড়ে থেঁতলে যায়। ফলে তাজা এই ফলের রসে রাস্তা অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি।
পুলিশ এসে হাজির হয়। ততক্ষণে ওই রাস্তা ও আশপাশে বিশাল যানজটের সৃষ্টি হয়েছে। ব্যস্ত রাস্তায় কিছুক্ষণ গাড়ি থমকে গেলে যা হয়। অবশেষে একটা বড় সময়ের চেষ্টায় সেই ব্লুবেরি ভরা রাস্তা পরিস্কার করে ফের যান চলাচল শুরু হয়।