World

হেলিকপ্টার, নৌকা ও ট্রাকে চেপে ৮০০ কিলোমিটার বেড়িয়ে নিল সজারু

সজারুর যে এমন বেড়ানোর শখ তা কে জানত। কখনও হেলিকপ্টারে তো কখনও নৌকায়, আবার কখনও ট্রাকে চেপে সে পাড়ি দিল তার চেনা জায়গা থেকে ৮০০ কিলোমিটার দূরে।

Published by
News Desk

তাকে পরিব্রাজক বললে ভুল হবেনা। জল, স্থল ও অন্তরীক্ষ মিলিয়ে সে দিব্যি বেড়িয়ে নিল ৮০০ কিলোমিটার পথ। এতটুকু ভয় ছিলনা। কখনও আকাশে উড়েছে, কখনও জলে ভেসেছে, কখনও আবার রাস্তা ধরে ছুটে গেছে ট্রাকে চেপে।

হয়তো বেড়ানোর অদম্য ইচ্ছা সজারুটিকে আতঙ্কিত করতে পারেনি। কারণ ৮০০ কিলোমিটার দূরে যেখানে তাকে ফের ধরা যায় সে জায়গা তার চেনা নয়।

একটি বিমানের ধ্বংসাবশেষ পড়েছিল। সেই ধ্বংসাবশেষ সরিয়ে নিয়ে যেতে প্রথমে সেটিকে তোলা হয় একটি হেলিকপ্টারে। তারপর এয়ারলিফট করে তুলে নিয়ে যাওয়া হয় এমন জায়গায় যেখান থেকে সেটিকে একটি নৌকায় করে নিয়ে যাওয়া হয়।

জলপথ অতিক্রম করার পর সেটিকে একটি ট্রাকে তোলা হয়। সেই ট্রাক সেই বিমানের ধ্বংসাবশেষ নিয়ে হাজির হয় কিলোনা নামে একটি জায়গায়। সেখানেই প্রথম নজরে পড়ে সজারুটি। সে বেড়ানোর জন্য দিব্যি লুকিয়ে ছিল ভাঙা বিমানের পাইলটের সিটের নিচে।

এমন জায়গায় যে সেখানে মানুষের পৌঁছনো মুশকিল। পাইলটের ধারের জানালা দিয়ে কোনওক্রমে তাকে হালকা একটি ঘুমের ওষুধ ইনঞ্জেকশন দেন পশু চিকিৎসকেরা। তাতে সে ঘুমিয়ে পড়লে তাকে টেনে বার করা হয়।

সজারুটিকে সুস্থ করে তুলে তার জন্য সঠিক হবে এমন জঙ্গলে তাকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছেন পশু চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে ব্রিটিশ কলম্বিয়ার কিলোনাতে। ভাঙা বিমানটিকে ম্যাকেঞ্জি থেকে কিলোনা নিয়ে যাওয়া হয়।

Share
Published by
News Desk
Tags: Canada

Recent Posts