World

বিমানবন্দরে ভেঙে উল্টে গেল যাত্রীবোঝাই বিমান, তারপরই ঘটল অলৌকিক কাণ্ড

প্রবল হাওয়ার দাপটে টাল সামলাতে পারল না একটি বিমান। অবতরণের সময় বিমানবন্দরেই ডানা ভেঙে উল্টে গেল সেটি। তারপরই ঘটল অলৌকিক কাণ্ড।

Published by
News Desk

প্রবল হাওয়া বইছিল বিমানবন্দরে। প্রবল ঠান্ডা কনকনে হাওয়া। আশপাশের এলাকা জুড়ে কিছুটা তুষারপাতও হয়েছিল। তবে তার জন্য বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়নি। অনেক বিমানই ওঠে। আবার অনেক বিমানই অবতরণ করে।

কারণ এ জায়গায় এমন ঠান্ডা, তুষারপাত লেগেই থাকে। তারজন্য বিমানবন্দরে কাজ থামে না। এভাবেই এই বিমানবন্দরে একটি জেট বিমান অবতরণ করে। বিমানে ৮০ জন যাত্রী ছিলেন।

বিমানটি অবতরণের সময় প্রবল ঝোড়ো হাওয়া বইছিল। তাতেই বিমান টাল রাখতে পারেনি। একদিকে বেঁকে যায়। আর তার জেরেই একটি ডানা যায় ভেঙে।

এই ধাক্কা সামাল দিয়ে উঠা সম্ভব হয়নি। এরপর রানওয়েতেই ডিগবাজি খায় এমব্রেয়ার সিআরজে-৯০০ জেট বিমানটি। তারপর ঠিক উল্টে গিয়ে দাঁড়িয়ে যায়।

সময় নষ্ট না করে দ্রুত দুর্ঘটনাগ্রস্ত বিমানটির গায়ে ফোম স্প্রে করতে থাকেন বিমানবন্দরের কর্মীরা। যাতে তাতে আগুন না ধরে যায়। এরপরই অলৌকিকভাবে দেখা যায় বিমানটি এভাবে ডিগবাজি খাওয়ার পরও যাত্রীদের তেমন কারও কোনও ক্ষতি হয়নি।

কেবল ১৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের কারও অবস্থাই সংকটজনক ছিলনা। ওই উল্টে পড়ে থাকা বিমান থেকে সব যাত্রীকে সুরক্ষিতভাবে বার করে আনা হয়।

বিমানটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কানাডার টরেন্টো বিমানবন্দরে অবতরণের সময়ই এই ঘটনা ঘটে। এমন এক ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ার পরও বিমানের প্রতিটি যাত্রীর এই আশ্চর্য রক্ষাকে অলৌকিক ঘটনা বলেই মনে করছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Canada

Recent Posts