উদ্ধার হওয়া ক্যামেরা, ছবি – সৌজন্যে – ইউটিউব – @globalnews
সমুদ্রের জলের ছবি তুলছিলেন এক ব্যক্তি। সেই সময় তাঁর হাত থেকে ক্যামেরাটি সমুদ্রের জলে পড়ে যায়। তারপর সেটিকে ফের ধরতে পারার আগেই ক্যামেরা জলে তলিয়ে যায়। চোখের সামনে দেখতে হয় তাঁর গোপ্রো ক্যামেরা জলে তলিয়ে যাচ্ছে।
এদিকে তখন ক্যামেরাটিতে ছবি তোলা হচ্ছিল। তাই ছবি তোলাটা চালু ছিল। ওই ক্যামেরার মায়া এরপর ত্যাগ করতে হয় ওই ব্যক্তিকে। কাটতে থাকে মাস। এমন করে ৮ মাস কেটে যায়।
এদিকে ওখানেই জলের তলায় ভেসে বেড়াতে দক্ষ এক ডুবুরি জলের তলায় ঘুরছিলেন। তখনই তাঁর চোখে পড়ে জলের ৩০ ফুট নিচে একটি পাথরের খাঁজে আটকে আছে একটি ক্যামেরা। যা দেখার পর তিনি সেটির দিকে এগিয়ে যান।
সেটি উদ্ধার করে জলের ওপরে আনেন। এরপর কেন নামে ওই ব্যক্তি ক্যামেরা পরীক্ষা করে দেখেন যে সেটির এসডি কার্ডে সব ছবি অক্ষত রয়েছে।
যাতে সেই ছবিও ধরা পড়েছে যেখানে ক্যামেরাটি জলে পড়ে গেল। তারপর তলিয়ে গেল জলে। অবশেষে গিয়ে পড়ল একটি পাথরের খাঁজে।
তিনি পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। অবশেষে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তাঁর সঙ্গে দেখা হয় ওই জলে তলিয়ে যাওয়া গোপ্রো ক্যামেরার মালিকের সঙ্গে।
কেন ক্যামেরাটি তুলে দেন শে ল্যালর নামে ওই ব্যক্তির হাতে। শে ভাবতেও পারেননি তিনি কখনও তাঁর ওই ক্যামেরা ফেরত পাবেন। ঘটনাটি ঘটেছে কানাডার ভিক্টোরিয়ার সমুদ্রতটের ওজেন পয়েন্টের কাছে।