World

আকাশ থেকে নেমে এল রহস্যময় সবুজ আলো, ভিনগ্রহী যান বলে সন্দেহ

আকাশ থেকে একটা আলো নেমে এল। সবুজ রংয়ের আলো। কেউ মনে করছেন ওটা ভিনগ্রহীদের যান, কেউ মনে করছেন অন্য কিছু।

Published by
News Desk

রাতের আকাশের অন্ধকারের বুক চিরে একটা সবুজ আলো নেমে এল নিচের দিকে। বেশ উজ্জ্বল সে আলো। সবুজ কেন? তা পরিস্কার নয়। এমনকি কিসের আলো তাও পরিস্কার নয়। কিন্তু ওটা দেখার পর থেকে তা নিয়ে জল্পনার শেষ নেই।

কারও মতে ওটা ভিনগ্রহীদের যান হতে পারে। কেউ মনে করছেন ওটা ভিনগ্রহীদেরই অন্য কোনও কাণ্ড। কারও মতে ওটা আসলে তারা খসে পড়া। ঠিক কি কারও জানা নেই। বিশেষজ্ঞেরাও এ নিয়ে কিছুটা হলেও ধন্ধে।

গত মঙ্গলবার রাত তখন সওয়া ৯টা। একটি বাড়ির ডোর বেল ক্যামেরায় এক অদ্ভুত দৃশ্য ধরা পড়ে। পাঁচিল ছাড়াও ক্যামেরায় খোলা আকাশের অনেকটাই ধরা পড়ছিল।

সেই আকাশেই আচমকা জ্বলে উঠল একটা আলো। সবুজ রংয়ের আলো। তারপর সেটা নেমে এল নিচের দিকে। কিছুটা নেমে আসার পর হঠাৎ মিলিয়ে গেল আকাশেই।

ওই ছবি সামনে আসার পর থেকেই তা নিয়ে জল্পনার শেষ নেই। তবে বিশেষজ্ঞদের অনেকের মতে, ওটা খুব সম্ভবত একটি উল্কাপিণ্ড। এই দৃশ্য ধরা পড়েছে কানাডার অন্টারিওতে।

আন্তর্জাতিক উল্কা সংগঠন জানিয়েছে যে সময় অন্টারিওতে ওই সবুজ আলো দেখা গেছে, প্রায় সমসাময়িক সময়ে অন্টারিও, নিউ ইয়র্ক এবং কিউবেকে একাধিক উল্কাপাতের খবর রয়েছে।

ফলে ওটা উল্কা হতেই পারে। উল্কা হলেও যেটা ওই আলোর ক্ষেত্রে মানুষকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে তা হল ওই আলোর রং। উজ্জ্বল সবুজ রং।

Share
Published by
News Desk
Tags: Canada

Recent Posts