World

এভাবেও ফেরত পাওয়া যায়, স্বপ্ন না সত্যি বুঝতে পারছেন না মহিলা

কতকিছুই তো হারিয়ে যায়। কিন্তু সে হরিয়ে যাওয়া জিনিস যে এভাবেও ফেরত পাওয়া যেতে পারে তা কল্পনারও অতীত। মহিলা তো এখনও বিশ্বাসই করতে পারছেন না।

Published by
News Desk

তিনি কি স্বপ্ন দেখছেন? নাকি সত্যিই এমনটা ঘটেছে? এভাবেই তাঁর কাছে ফেরত এসেছে তাঁর হারানো ধন। সমুদ্রের ধারেই তাঁর বাড়ি। প্রায়দিন তিনি তাঁর কুকুরকে নিয়ে সমুদ্রের ধারে বেড়াতে আসেন। এদিনও এসেছিলেন। হাঁটতে হাঁটতে ঢেউ আছড়ে পড়া ভেজা বালির ওপর কিছু একটা দেখতে পান তিনি।

খুব চেনা লাগে জিনিসটা! আরও কাছে গিয়ে সেটাকে হাতে তুলে নেওয়ার পর কার্যত তাঁর বিস্ময়ের সীমা ছিলনা। এটা যে এভাবে তাঁর কাছে ফেরত আসতে পারে তা তিনি কল্পনাও করতে পারছেন না।

ঘটনার শুরু ২০২৩ সালের জুন মাসে। ওই মহিলা যে দ্বীপে থাকেন সেখান থেকে একটি নৌকা পর্যন্ত আসার জন্য তাঁকে ছোট ডিঙি নৌকায় কিছুটা সমুদ্রের ভিতরে যেতে হয়। তারপর ডিঙি থেকে উঠে পড়েন বড় নৌকায়।

এই বড় নৌকায় চড়ার সময় তিনি জলে একটি শব্দ পান। মনে করেন ওটা জলেরই আওয়াজ। আদপে যা ঘটে তা হল তাঁর পিঠে থাকা ব্যাগের একটি চেন খোলা ছিল। তার মধ্যে ছিল তাঁর ওয়ালেট।

ওয়ালেটে টাকা পয়সা তো বটেই, সেই সঙ্গে ছিল প্রয়োজনীয় কার্ড, পরিচয়পত্র। সেই ওয়ালেটটা জলে পড়ে যায়। নৌকায় ওঠার পর বুঝতেও পারেন তিনি। কিন্তু সে ওয়ালেটের আর খোঁজ মেলেনি।

সমুদ্রের জলে সেটি কোথায় ডুবে গেছে বোঝা যায়নি। এরপর ৭টি মাস কেটে গেছে। ওই ওয়ালেট ফেরত পাওয়ার সব আশা যে নেই তা তিনি জানতেন।

সেই ওয়ালেটটাই সমুদ্রতটে যে এভাবে তাঁর হাতে এসে পড়বে তা তিনি এখনও বিশ্বাস করতে পারছেন না। এমনকি ওয়ালেটে থাকা কোনও জিনিস নষ্ট পর্যন্ত হয়নি।

Share
Published by
News Desk
Tags: Canada

Recent Posts