World

সাবান দিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হল আস্ত হোটেল

বার সাবান ব্যবহার করে যে একটা আস্ত হোটেলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যেতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

Published by
News Desk

ছিল একটি বাড়ি। বসত বাড়ি। সে বহুকাল আগের কথা। ১৮২৬ সালে তৈরি হয়েছিল বাড়িটি। তারপর সেই শতকের শেষের দিকে এসে বাড়িটি একটি হোটেলে রূপান্তরিত হয়। সেই থেকে সেটি হোটেল হিসাবে বেশ সুপ্রসিদ্ধ ছিল। শহরের অন্যতম হোটেল ছিল এটি।

২০১৮ সালে এসে সেটি ভেঙে ফেলার অর্ডার বার হলেও তা স্থগিত হয়। পরে স্থির হয় বাড়িটি যেখানে রয়েছে সেখান থেকে সরিয়ে তাকে রাস্তার আরও কাছে নিয়ে এসে একটি নতুন বাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হবে।

এটা করার জন্য তো আস্ত সেই হোটেলকে সরিয়ে নিয়ে যেতে হবে। একটা ২২০ টন ওজনের হোটেলকে অক্ষত রেখে সরিয়ে নিয়ে যাওয়া অবশ্যই একটা চ্যালেঞ্জ ছিল। একটি সংস্থার ওপর এই দায়িত্ব বর্তায়।

সংস্থাটি বাড়িকে তুলে সরানোর যে প্রযুক্তি রয়েছে তা কাজে লাগায়। কিন্তু যে রোলার ব্যবহার করা হয় বাড়ি সরাতে তা তারা ব্যবহার করেনি। বরং হোটেলটিকে খুব সহজে যাতে সরানো যায় সেজন্য বার সাবানের সাহায্য নেন ইঞ্জিনিয়াররা।

হোটেলকে ৩০ ফুট সরিয়ে নিয়ে যেতে তাঁরা ৭০০টি বার সাবান ব্যবহার করেন। এতে খুব মসৃণভাবে হোটেল বাড়িটি সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।

এভাবে একটি বাড়িকে সরানোর সময় অতি ধীর গতি নেওয়া হয়। এত ধীরে ধীরে হোটেলটি তুলে সরানো হয় যে তা খালি চোখে বেশ ভাল করে নজর করলে তবে বোঝা যায়।

সেই হোটেল সরানোর ছবি অবশ্য সংস্থা সোশ্যাল সাইটে প্রকাশ করেছে। ফলে সকলে তা দেখার সুযোগ পেয়েছেন। কানাডার নোভা স্কোটিয়া শহরের এই হোটেল সরানো দেখতে স্থানীয় মানুষও ভিড় জমান।

Share
Published by
News Desk
Tags: Canada

Recent Posts