World

অবিকল মানুষের মত ডাকছে ছাগল, সাহায্যে এসে অবাক পুলিশও

খাদে কেউ নিশ্চয়ই পড়ে গেছেন। সেখান থেকেই একটা গোঙানির শব্দ ভেসে আসছে। কেউ সাহায্যের জন্য টানা গোঙাচ্ছেন। শুনেই পুলিশে খবর দেন অন্য একজন।

Published by
News Desk

চারধার পাহাড়ে ঘেরা। পাহাড়ের ঢালে খাদ। সবুজ ঘেরা পাহাড়ি এলাকায় খাদে একবার পড়লে রক্ষা পাওয়া মুশকিল। স্থানীয় এক ব্যক্তি শব্দটা পান পাহাড়ের গা বেয়ে নেমে যাওয়া খাদ থেকেই। একটা গোঙানির শব্দ। চরম বিপদে পড়ে কেউ যে সাহায্য প্রার্থনা করছেন সেটা পরিস্কার হয়ে যায় তাঁর কাছে। কিন্তু ওই খাদ থেকে তো তাঁর পক্ষে কাউকে উদ্ধার করা সম্ভব নয়। তাই তিনি আর সময় নষ্ট না করে দ্রুত পুলিশে খবর দেন।

পুলিশ একথা জানতে পেরেই দ্রুত সেখানে টিম নিয়ে ছুটে আসে। খাদ থেকে উদ্ধারের কাজও শুরু হয়। খোঁজ করা হয় খাদে। কোথাও কেউ পড়ে আছেন কিনা! কিন্তু কাউকে দেখা যায়নি।

এদিকে শব্দটা তো ভেসেই আসছে। পুলিশ ওই শব্দ ধরেই খোঁজ চালিয়ে যেতে থাকে। অবশেষে পুলিশ পৌঁছে যায় ওই এলাকার একটি খামারে। শব্দটা আসছিল সেখান থেকেই। তবে কোনও মানুষের নয়। আসছিল একটি ছাগলের গলা থেকে।

পুলিশকে ওই খামারের মালিক জানান, ওই ছাগলটি তার সন্তানদের খুঁজে পাচ্ছেনা। তাই ওভাবে গোঙানির শব্দ করছে। সন্তান হারানোর কষ্টে সে অমন শব্দ করে ডাকছে।

পুলিশ জানায়, ছাগলটি এমন গলা করে ডেকে চলেছিল যে দূর থেকে শুনলে মনে হবে কোনও মানুষ যন্ত্রণায় গোঙাচ্ছেন। সেখানেই ভুলটা হয়েছিল ফোন করা ওই ব্যক্তির। এমনকি পুলিশের নিজেরও। ঘটনাটি ঘটেছে ব্রিটিশ কলম্বিয়ার কোয়াড্রা দ্বীপে।

Share
Published by
News Desk
Tags: Canada

Recent Posts