SciTech

আছে তা জানার আগেই হারিয়ে যাবে ওরা, ক্ষতি মানুষেরই বলছেন বিশেষজ্ঞেরা

ওদের অস্তিত্ব জানার আগেই ওরা হারিয়ে যাবে চিরতরে। আর নিয়ে যাবে মানুষের অনেক প্রয়োজনীয় উপাদান। এতে ক্ষতি মানুষেরই বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।

Published by
News Desk

বিশ্বজুড়ে যা ছড়িয়ে আছে তার অনেক কিছুই মানুষের এখনও অজানা। এখনও অজানা সেসব জিনিসে লুকিয়ে থাকে মানবসভ্যতাকে বদলে দেওয়ার ক্ষমতা ধরা নানা উপাদানও।

বিশেষজ্ঞেরা মনে করছেন, কেবল সমুদ্রের তলায় এমন ৯০ শতাংশ প্রাণ রয়েছে যার কথা মানুষ জানেই না। সমুদ্রের তলায় লুকিয়ে থাকা সেসব প্রাণ প্রাণি আকারে থাকতে পারে, উদ্ভিদ আকারে থাকতে পারে।

আবার সেসব প্রাণে এমন অনেক উপাদান ভরে আছে যা মানবসভ্যতার জন্য অতিপ্রয়োজনীয় হতে পারে। অনেক রোগ থেকে মুক্তির মন্ত্র তাতে লুকিয়ে আছে।

কিন্তু বিশেষজ্ঞদের আশঙ্কা সেসব জানার আগেই সমুদ্রে থাকা সেসব অজানা প্রাণ বিলুপ্ত হয়ে যাবে। আর তা যাবে মানুষেরই জন্য।

মানুষ তাদের সম্বন্ধে এখনও জানতে পারেনি ঠিকই, কিন্তু তদের ক্ষতিটা মানুষই করে দিচ্ছে। যা তাদের বিলুপ্ত হয়ে যাওয়ার দিকে ঠেলে দিচ্ছে।

সমুদ্রের অনেক তলায় খনন চালাচ্ছে মানুষ। সমুদ্রের তলায় ক্রমশ মানুষের ফেলা জঞ্জালে দূষণ বাড়ছে। এমন মানুষের নানা কাজ ক্রমশ গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রে প্রভাব ফেলছে।

বিষয়গুলি রাষ্ট্রপুঞ্জের বায়োডাইভার্সিটি কনফারেন্সে তুলে ধরাও হয়েছে। এখনও পর্যন্ত ২৮ হাজার গভীর সমুদ্রের প্রাণকে খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের নামকরণও হয়েছে।

কিন্তু এখনও গভীর সমুদ্রে প্রায় ২২ লক্ষ এমন প্রাণ রয়েছে যার খোঁজ মানুষের কাছে নেই। তাদের খুঁজে পেলে মানবসভ্যতার জন্যও এক যুগান্ত তৈরি হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Canada