World

ছবির মত সুন্দর পর্যটনস্থল হিসাবে এশিয়া সেরা হল এই বেড়ানোর জায়গা

এ জায়গা ছবির মত সুন্দর। এ নিয়ে দ্বিমত থাকতে পারেনা। তবে তা যে এশিয়া সেরা হবে তা হয়তো অনেকেই বুঝতে পারেননি। জায়গাটা তাজমহল কিন্তু নয়।

Published by
News Desk

এশিয়ায় বেড়ানোর জায়গার অভাব নেই। ভারতেই এত কিছু দেখা আছে যে হয়তো একজীবনে খুঁটিয়ে দেখে শেষ করা মুশকিল। তবে অধিকাংশ পর্যটক সাধারণভাবে সবচেয়ে পরিচিত স্থানগুলিতেই যেতে পছন্দ করেন।

ভারতের কথা বললেই যেমন তাজমহলের নাম প্রথমেই মনে পড়ে যায়, ইউনেস্কোর হেরিটেজ সাইটের তালিকা থেকে টাইমস ট্র্যাভেলস এশিয়ার সেরা যে ১০টি স্থানের তালিকা প্রকাশ করেছে তাতে একমাত্র ভারতেরই ২টি পর্যটনস্থল জায়গা পেয়েছে।

অন্যান্য দেশের একটি করে স্থান জায়গা করতে পেরেছে সে তালিকায়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানে এই তালিকার কথা তুলে ধরেছেন।

তিনি এই বিষয়ে আগ্রহ দেখানোর কারণও রয়েছে। কারণ এশিয়ার সেরা ছবির মত সুন্দর পর্যটনস্থল হিসাবে তালিকার ১ নম্বরে রয়েছে কম্বোডিয়ার আঙ্কোরভাট। ফলে তা কম্বোডিয়াকে গর্বিত করেছে।

তালিকায় আর যে স্থানগুলি জায়গা করে নিয়েছে তারমধ্যে ভারতের ২টি পর্যটনস্থল রয়েছে। একটি তাজমহল এবং অপরটি হাম্পি। এছাড়া তালিকায় জায়গা পেয়েছে চিনের প্রাচীর, মায়ানমারের বাগান, ইন্দোনেশিয়ার বরোবুদুর, ভিয়েতনামের হ্যালং বে, জাপানের কিয়োটো হিস্টোরিক্যাল মনুমেন্টস, জর্ডনের পেত্রা, ফিলিপিন্সের রাইস টেরেস।

টাইমস ট্র্যাভেলস অনুযায়ী এই স্থানগুলি শুধু সাংস্কৃতিক সম্পদই নয়, জায়গাগুলি ছবির মত সুন্দরও। যা চিত্রগ্রাহকদের মন ভাল করে দেওয়ার জন্য যথেষ্ট।

ছবি ক্যামেরাবন্দি করার মত দৃশ্য চারধারে অফুরান। যা সেখানকার ইতিহাস, সৌন্দর্যকে তুলে ধরে না ভুলতে পারা ফ্রেমবন্দি স্মৃতি হয়ে থেকে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk