ফাইল : আঙ্কোরভাট, ছবি - আইএএনএস
গত ২ বছরে বাড়ি থেকে বেশি দূরে বেড়াতে যাওয়ার কথা মাথায় আনেননি অনেকেই। ফলে ভারত বলেই নয়, বিশ্ব পর্যটন মুখ থুবড়ে পড়েছিল। পর্যটন ব্যবসা লাটে উঠেছিল গত ২ বছরে।
এদিকে সেই পরিস্থিতি কিছুটা কাটতেই মানুষ এই ২ বছর ধরে বেড়াতে না যাওয়ার শোধ কড়ায় গণ্ডায় তুলে নিচ্ছেন। এই বেড়ানোর প্রবণতাকে ব্যাখ্যা করা হচ্ছে প্রতিশোধের পর্যটন হিসাবে। তারই ছায়া এবার গিয়ে পড়ল ভিনদেশি এক প্রসিদ্ধ মন্দির চত্বরে।
কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দিরের কথা সকলের জানা। এই আঙ্কোরভাট মন্দির চত্বরে রয়েছে বায়ন মন্দির ও আঙ্কোর থম। আঙ্কোরভাট মন্দির দর্শনের পাশাপাশি এগুলিও পর্যটকদের অন্যতম আকর্ষণ। তাই কম্বোডিয়া প্রশাসন তাদের দেশের অন্যতম এই পর্যটন ক্ষেত্রকে শুধু আঙ্কোরভাট মন্দিরের মধ্যে সীমাবদ্ধ না রেখে সেখানে তৈরি করেছে আঙ্কোরভাট আর্কিওলজিক্যাল পার্ক।
সেখানে প্রবেশ করলে আঙ্কোরভাট মন্দির দর্শন তো হবেই, সেইসঙ্গে অন্যান্য অনেক দ্রষ্টব্যও দেখা হয়ে যাবে। এখানেই এখন পর্যটকদের ঢল নেমেছে।
বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হিসাব বলছে গত বছরের তুলনায় এ বছর ৬৬৩ শতাংশ বেড়েছে পর্যটকের আনাগোনা। যা এখন বেড়েই চলেছে।
দ্বাদশ শতাব্দীতে খামের সাম্রাজ্যের রাজা দ্বিতীয় সূর্যবর্মণ আঙ্কোরভাট মন্দির প্রতিষ্ঠা করেন। যা প্রথমে ছিল একটি বিষ্ণু মন্দির। কিন্তু পরে এটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়। অনেকে একে হিন্দু বৌদ্ধ মন্দির বলেও ব্যাখ্যা করে থাকেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা