সজারু, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
প্রকৃতির নিয়ম মেনেই জীবজগত পরিচালিত হয়। মানুষ ছাড়া আর সব প্রাণিই প্রকৃতির আইন মেনে চলে। তাদের জীবনে সবই প্রকৃতিগত। তাই সন্তানপ্রসবের ক্ষেত্রেও জীবজগতের একটি ছোট্ট পিঁপড়ে থেকে হাতি, প্রকৃতির নিয়ম মেনে চলে।
স্বাভাবিক প্রাকৃতিক নিয়মেই তাদের সন্তান পৃথিবীর আলো দেখে। মানুষের মত সি সেকশন বা সহজ কথায় সিজার করে নয়। মানুষের ক্ষেত্রে পৃথিবীজুড়েই এখন সন্তানপ্রসব যত না স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম মেনে হয়, তার চেয়ে অনেক বেশি হয় সিজার করে।
কিন্তু একটি সজারুর ক্ষেত্রে মানুষ তাদের সেই সি সেকশনের নিয়ম চাপিয়ে দিল। অবশ্য তাতে সজারুর ক্ষতি হয়নি। বরং মা ও ছোট্ট সজারু ভাল আছে বলেই জানিয়েছেন পশু চিকিৎসকেরা।
এই প্রথম পৃথিবীতে কোনও সজারুর সিজার করে সন্তান প্রসবের ঘটনা ঘটল। সান দিয়েগো চিড়িয়াখানায় এই অবিশ্বাস্য কাণ্ড সত্যি করে দেখিয়েছেন সেখানকার পশু চিকিৎসকেরা। একটি সন্তানসম্ভবা সজারুর সিজার করে সন্তানপ্রসব করিয়েছেন তাঁরা।
সজারুর পেট কেটে এভাবে সন্তানকে পৃথিবীর আলো দেখানোর পর সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগবে মা সজারুর। তাই প্রকৃতির নিয়মে সে তার সন্তানের দেখভাল করতে পারছেনা। সে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন চিড়িয়াখানার বিশেষজ্ঞেরা।
তাঁরাই নামকরণ না হওয়া ছোট্ট পুরুষ সজারুটির যাবতীয় দেখভাল করছেন। তাতে অবশ্য তার অসুবিধা হচ্ছেনা। বরং দিব্যি গাছের পাতা চিবিয়ে দিন কাটছে সদ্যোজাতর।
মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…