World

জীবজগতেও ঢুকে পড়ল সিজার, মা হল সজারু

জীবজগতে প্রকৃতির নিয়মেই সবকিছু চালিত হয়। সন্তানপ্রসবের ক্ষেত্রেও তাই। কিন্তু তার বাইরেও সন্তানপ্রসব এভাবেও হতে পারে প্রমাণ দিল সজারু।

Published by
News Desk

প্রকৃতির নিয়ম মেনেই জীবজগত পরিচালিত হয়। মানুষ ছাড়া আর সব প্রাণিই প্রকৃতির আইন মেনে চলে। তাদের জীবনে সবই প্রকৃতিগত। তাই সন্তানপ্রসবের ক্ষেত্রেও জীবজগতের একটি ছোট্ট পিঁপড়ে থেকে হাতি, প্রকৃতির নিয়ম মেনে চলে।

স্বাভাবিক প্রাকৃতিক নিয়মেই তাদের সন্তান পৃথিবীর আলো দেখে। মানুষের মত সি সেকশন বা সহজ কথায় সিজার করে নয়। মানুষের ক্ষেত্রে পৃথিবীজুড়েই এখন সন্তানপ্রসব যত না স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম মেনে হয়, তার চেয়ে অনেক বেশি হয় সিজার করে।

কিন্তু একটি সজারুর ক্ষেত্রে মানুষ তাদের সেই সি সেকশনের নিয়ম চাপিয়ে দিল। অবশ্য তাতে সজারুর ক্ষতি হয়নি। বরং মা ও ছোট্ট সজারু ভাল আছে বলেই জানিয়েছেন পশু চিকিৎসকেরা।

এই প্রথম পৃথিবীতে কোনও সজারুর সিজার করে সন্তান প্রসবের ঘটনা ঘটল। সান দিয়েগো চিড়িয়াখানায় এই অবিশ্বাস্য কাণ্ড সত্যি করে দেখিয়েছেন সেখানকার পশু চিকিৎসকেরা। একটি সন্তানসম্ভবা সজারুর সিজার করে সন্তানপ্রসব করিয়েছেন তাঁরা।

সজারুর পেট কেটে এভাবে সন্তানকে পৃথিবীর আলো দেখানোর পর সুস্থ হয়ে উঠতে কিছুটা সময় লাগবে মা সজারুর। তাই প্রকৃতির নিয়মে সে তার সন্তানের দেখভাল করতে পারছেনা। সে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন চিড়িয়াখানার বিশেষজ্ঞেরা।

তাঁরাই নামকরণ না হওয়া ছোট্ট পুরুষ সজারুটির যাবতীয় দেখভাল করছেন। তাতে অবশ্য তার অসুবিধা হচ্ছেনা। বরং দিব্যি গাছের পাতা চিবিয়ে দিন কাটছে সদ্যোজাতর।

Share
Published by
News Desk

Recent Posts