World

সমুদ্রের ঢেউয়ের সঙ্গে ভেসে এল করোটি, ভয়ে সিঁটিয়ে গেলেন লাইফ গার্ডরা

সমুদ্রের ধারে বেশ ঝলমলে একটা দিন কাটাচ্ছিলেন সকলে। ঘুরছিলেন লাইফ গার্ডরা। সেই সময় সমুদ্রের জলের সঙ্গে ভেসে আসে একটি করোটি।

Published by
News Desk

সমুদ্রের ধারে বেড়াতে, সময় কাটাতে অনেকেই তখন হাজির ছিলেন সমুদ্রসৈকতে। সোনালি বালির ওপর কেউ হেঁটে, তো কেউ শুয়ে বসে ভাল সময় কাটাচ্ছিলেন। সেই সময় আচমকাই সমুদ্রের ঢেউয়ের তালে ভেসে আসে একটি করোটি।

মানুষের সেই কঙ্কাল দেখে আঁতকে ওঠেন লাইফ গার্ডরা। তাঁদেরই চোখে প্রথমে পড়ে সেটি। সাদা করোটিটির কিছু অংশ আবার ছিলনা। কার মাথার করোটি সেটি খুঁজতে পুলিশে খবর যায়। পুলিশ খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয়।

সকাল তখন সওয়া ৭টা। সেই সময় যেখানে বালির ওপর করোটিটি পড়েছিল সেখানে ভিড় জমে যায়। পুলিশ এসে করোটিটি উদ্ধার করে। এদিকে করোটিটি এভাবে সমুদ্র থেকে ভেসে এসেছে এ খবর সোশ্যাল মিডিয়ায় ততক্ষণে হুহু করে ছড়াচ্ছে।

পুলিশের হোমিসাইড বিভাগ বিষয়টি নিয়ে তদন্তে নামে। তাদের চিকিৎসকেরা করোটিটি নিয়ে পরীক্ষা শুরু করেন। কার মাথা সেটা তো জানতে হবে! এদিকে পরীক্ষা করতে গিয়ে অবাক হয়ে যান চিকিৎসকেরা।

তাঁরা দেখেন যে করোটি নিয়ে এত হইচই, সেটি আদপে মানুষেরই নয়। মানুষ কেন, কোনও প্রাণিরই নয়। ওটি আদপে একটি প্লাস্টিকের তৈরি করোটি।

যা একটা দূরত্ব থেকে দেখলে অবশ্যই একটি মানুষের মাথার কঙ্কাল বলে মনে হবে। এটা জানাজানি হওয়ার পর মানুষটি সম্বন্ধে যে প্রবল উৎসাহ তৈরি হয়েছিল সকলের, তা নিমেষে নিভে যায়।

Share
Published by
News Desk