সমুদ্রসৈকত, প্রতীকী ছবি
সমুদ্রের ধারে বেড়াতে, সময় কাটাতে অনেকেই তখন হাজির ছিলেন সমুদ্রসৈকতে। সোনালি বালির ওপর কেউ হেঁটে, তো কেউ শুয়ে বসে ভাল সময় কাটাচ্ছিলেন। সেই সময় আচমকাই সমুদ্রের ঢেউয়ের তালে ভেসে আসে একটি করোটি।
মানুষের সেই কঙ্কাল দেখে আঁতকে ওঠেন লাইফ গার্ডরা। তাঁদেরই চোখে প্রথমে পড়ে সেটি। সাদা করোটিটির কিছু অংশ আবার ছিলনা। কার মাথার করোটি সেটি খুঁজতে পুলিশে খবর যায়। পুলিশ খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয়।
সকাল তখন সওয়া ৭টা। সেই সময় যেখানে বালির ওপর করোটিটি পড়েছিল সেখানে ভিড় জমে যায়। পুলিশ এসে করোটিটি উদ্ধার করে। এদিকে করোটিটি এভাবে সমুদ্র থেকে ভেসে এসেছে এ খবর সোশ্যাল মিডিয়ায় ততক্ষণে হুহু করে ছড়াচ্ছে।
পুলিশের হোমিসাইড বিভাগ বিষয়টি নিয়ে তদন্তে নামে। তাদের চিকিৎসকেরা করোটিটি নিয়ে পরীক্ষা শুরু করেন। কার মাথা সেটা তো জানতে হবে! এদিকে পরীক্ষা করতে গিয়ে অবাক হয়ে যান চিকিৎসকেরা।
তাঁরা দেখেন যে করোটি নিয়ে এত হইচই, সেটি আদপে মানুষেরই নয়। মানুষ কেন, কোনও প্রাণিরই নয়। ওটি আদপে একটি প্লাস্টিকের তৈরি করোটি।
যা একটা দূরত্ব থেকে দেখলে অবশ্যই একটি মানুষের মাথার কঙ্কাল বলে মনে হবে। এটা জানাজানি হওয়ার পর মানুষটি সম্বন্ধে যে প্রবল উৎসাহ তৈরি হয়েছিল সকলের, তা নিমেষে নিভে যায়।
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…