World

নদীর জল থেকে আকাশে উড়ে গেল কালো ঘোড়া

এ দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছাড়েননি অনেকেই। ইন্টারনেটেও এই দৃশ্য অনেকেই দেখে ফেলেছেন। নদীর এক বুক জল থেকে কীভাবে আকাশে উড়ে গেল একটি কালো ঘোড়া।

Published by
News Desk

নদীর চারধারে কাদামাটি, কিছু গাছপালা। মাঝখান দিয়ে বয়ে গেছে নদীর জল। নদীর ধারে লোকালয় তেমন নেই। সেখানেই ভিড় জমে গেল। এক ঘোড়াকে কেন্দ্র করে এই ভিড়। কালো ঘোড়াটি তখন নদীর জলে নেমে গেছে আটকে।

কিছুতেই সে আর তার থেকে বেরিয়ে আসতে পারছেনা। তাকে যে সাধারণ মানুষ টেনে তুলবেন তারও উপায় নেই। কারণ নদীতে নরম মাটি ভর্তি। এদিকে অসহায় সেই ঘোড়া চেষ্টা করছে ঠিকই।

কিন্তু কাদায় আরও বসে যাচ্ছে তার পা। এমন করে প্রায় ২৪ ঘণ্টা কেটে যায়। খবর পেয়ে সেখানে হাজির হন উদ্ধারকারীরা। তাঁরা প্রথমে দড়ি দিয়ে টেনে তাকে জল থেকে তুলে আনার চেষ্টা করেন। কিন্তু সম্ভব হয়নি।

ঘোড়াটি তার আগে এত চেষ্টা করেছে জল থেকে উঠে আসার যে সে ততক্ষণে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তার শরীরে আর যেন জোর ছিলনা যে শক্তি দিয়ে সে দড়ির টানে লাফিয়ে জল থেকে বেরিয়ে আসবে। কাদা থেকে পা তুলে নেবে।

অগত্যা উদ্ধারকারীরা ঘোড়াটিকে জলের মধ্যেই চারধার দিয়ে ঘিরে বেঁধে ফেলেন। বেঁধে দেওয়া হয় চোখ। তারপর হেলিকপ্টার দিয়ে তাকে তুলে নেওয়া হয় জল থেকে।

আকাশে ভাসতে থাকে ঘোড়াটি। হেলিকপ্টারে করেই নদীর জল থেকে তুলে নরম মাটিতে ভরা নদীর ২ ধার পার করে তাকে আনা হয় শক্ত জমিতে। ঘোড়াটি সুস্থ অবস্থায় উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্যান্টা অ্যানা নদীতে।

Share
Published by
News Desk