World

হরিণের মূর্তির সঙ্গে মত্ত প্রেম, পা ভেঙে দিল পুরুষ হরিণ

হরিণ নয়, হরিণের মূর্তি। আর সেখানেই সব গণ্ডগোল হয়ে গেল। এক পুরুষ হরিণ তা ঠিক ঠাওর করতে না পেরে প্রেমে মত্ত হয়ে উঠল। আর তারপর যা হল।

Published by
News Desk

একটি হরিণের মূর্তি সাজানো ছিল। থাকতেই পারে। সবুজ ঘেরা জায়গায় খোলা আকাশের নিচে সেই মূর্তি দেখে বোধহয় কিছুটা ভুল বুঝেছিল এক পুরুষ হরিণ। মূর্তির হরিণকে স্ত্রী হরিণ ভেবে বসে সে। তারপর তার সঙ্গে প্রেমের খেলায় মেতে ওঠে।

প্রথমে অবশ্য কিছুটা বাজিয়ে দেখার চেষ্টা করছিল স্ত্রী হরিণটি তাকে পাত্তা দেয় কিনা। কিন্তু তা না দেওয়ায় পুরুষ হরিণটি আর বেশি না ভেবে ওই মূর্তির সঙ্গে মিলনে মেতে ওঠে। সেটি যে রক্তমাংসের কোনও হরিণ নয় তা বোধহয় সে বুঝে উঠতে পারেনি।

ওই হরিণের মূর্তির মালিক এক মহিলা পরে এসে সিসিটিভিতে যা দেখেন তা দেখে তাঁর চক্ষু চড়কগাছ। হরিণের মূর্তি চিনতে না পেরে কোনও পুরুষ হরিণ যে এমনটাও করতে পারে তা অনেকের বিশ্বাস হচ্ছেনা।

এদিকে এখানেই সবকিছু মিটে যায়নি। কয়েক দিন পর ফের একটি পুরুষ হরিণ সেখানে হাজির হয়। সে একইভাবে ওই মূর্তি হরিণের সঙ্গে মিলনে মেতে ওঠার চেষ্টা করে। আর তাতেই মূর্তি হরিণের পা যায় ভেঙে।

আসল হরিণ উল্টে পড়ে মেঝেতে। সব মিলিয়ে এমন কাণ্ড দেখে কার্যত হতবাক সকলে। ক্যালিফোর্নিয়ার এই ঘটনা রীতিমত আলোড়ন ফেলে দেয়।

ইন্টারনেটে ছড়িয়ে পড়ে হরিণের কাণ্ডকারখানা। পুরুষ হরিণের প্রেমের ধাক্কায় মূর্তি হরিণের পা ভেঙে যাওয়াটা অবশ্য ক্ষতি। সেটি আবার শিল্পী ডেকে তৈরি করতে হবে।

Share
Published by
News Desk