World

আকাশ থেকে রাস্তায় নেমে এল আস্ত কুঁড়েঘর, কূলকিনারা পাচ্ছেন না কেউ

কেউই কিছু বুঝে উঠতে পারছেন না। এটাও সম্ভব। আস্ত একটা কুঁড়েঘর আচমকা আকাশ থেকে রাস্তার ওপর নেমে আসতে কি পারে? কিন্তু এটাই তো হল।

Published by
News Desk

এ রাস্তা দিয়ে সারাক্ষণ গাড়ির যাতায়াত। মানুষের চলাচল। কোথাও কিছু তো ছিলনা! কিন্তু পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে এক ব্যক্তি জানান রাস্তার ওপর একটি কুঁড়েঘর দাঁড়িয়ে পড়েছে। পুলিশ দ্রুত হাজির হয়। সেখানে হাজির হয়ে তারা যা দেখে তাতে তাদের মাথায় কিছুই ঢুকছে না।

রাস্তার ওপর কেউ কিছু ফেলে যেতে পারে। কিন্তু একটা অতিকায় কুঁড়েঘর তো আর তুলে এনে ফেলে যাওয়া যায়না। তাহলে এমন একটা কুঁড়েঘর এল কোথা থেকে?

এটা পুলিশের কাছে পরিস্কার হয়ে যায় যে সেটি আকাশ থেকে নেমে এসেছে। কিন্তু আকাশ থেকে কুঁড়েঘর কি কারও পক্ষে ফেলা সম্ভব!

পুলিশ কূলকিনারা পাচ্ছেনা। তবে ওই বিশাল কুঁড়েঘর তো আর হাত দিয়ে সরানো সম্ভব নয়। তাই ক্রেন ডেকে কুঁড়েঘরটি রাস্তার ওপর থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ক্যালিফোর্নিয়ায় একটি টর্নেডো সতর্কতা রয়েছে। এমনটা হতে পারে যে কুঁড়েঘরটি কোথাও থেকে ঝড়ই তুলে নিয়ে এসে এখানে ফেলে দিয়ে গেছে। যদিও এটাই হয়েছে কিনা তা স্পষ্ট নয়। কেবল অনুমান মাত্র।

খালি কুঁড়েঘরটি সরিয়ে নিয়ে গিয়ে রাস্তা আগের মতই সাফ করে দেওয়া হয়েছে। কিন্তু এমনটা হল কীভাবে তার উত্তর মেলেনি। পুলিশও নানাভাবে জানার চেষ্টা করছে ওই কুঁড়েঘরটি এল কোথা থেকে এবং কীভাবে। উত্তর জানতে মুখিয়ে আছেন শহরবাসীও।

Share
Published by
News Desk

Recent Posts