World

২ নাবালককে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার যুবক

Published by
News Desk

নাবালক বন্ধুদের যৌন নিগ্রহ করার অপরাধে গত ২ নভেম্বর গ্রেফতার হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নিবাসী যুবক জোসেফ হেডেন বোস্টন। তার বিরুদ্ধে অভিযোগ, ক্যালিফোর্নিয়ার রিভারসাইড অঞ্চলের একটি ভাসমান হোটেলে জোসেফের দুই বন্ধু তার বিকৃত যৌন ক্ষুধার শিকার হয়। নাবালক ২ জনের মধ্যে একজন শিশু, বয়স মাত্র ৪ বছর। অন্যজনের বয়স ৮ বছর। জেরায় পুলিশের কাছে নিজের কুকীর্তির কথা স্বীকার করে ১৮ বছরের জোসেফ।

ছেলের গ্রেফতারির খবর পেয়েই পুলিশের কাছে ছুটে যান ধৃত জোসেফের মা। স্বীকার করেন জোসেফ ফোন করে বন্ধুদের উপর যৌন নির্যাতনের কথা তাঁকে জানিয়েছে। এরপর অভিযুক্ত ছেলের জামিনের জন্য গুনে গুনে ১০ লক্ষ ডলার দিতে হয় জোসেফের মাকে। এত বিপুল অঙ্কের জামিন ধার্যের ঘটনা ক্যালিফোর্নিয়ার ইতিহাসে এর আগে ঘটেনি।

পুলিশ সূত্রের খবর, শিশুদের যৌন হেনস্থা করার কাজে নতুন নয় জোসেফ। অন্য শহরে থাকাকালীন সে এইধরনের কুকর্মে আগেই হাত পাকিয়েছে। গত ৮ বছর ধরে প্রায় ৫০টির মতো শিশুর উপর যৌন নিপীড়ন চালিয়ে এসেছে সে।

Share
Published by
News Desk
Tags: California

Recent Posts