World

বিশ্বের একমাত্র ব্রিজের মাথার আজব বাড়ি বিক্রি হল ৩ কোটিতে

একটি ব্রিজ। যার তলা দিয়ে রাস্তা চলে গেছে। সেই ব্রিজের ঠিক মাথায় একটি বাড়ি। এমন বাড়ি বিশ্বে কেউ কখনও দেখেননি। সেই বাড়ি পেল নতুন অতিথি।

Published by
News Desk

বাড়ি তো নানা জায়গায় হতে পারে। জমি থাকলে বাড়ি বানানো যেতেই পারে। তবে কিছু জায়গায় বাড়ি থাকেনা। যার মধ্যে একটি অবশ্যই ব্রিজ। ব্রিজের ওপর যে বাড়ি থাকতে পারে তা হয়তো এই বাড়িটি না দেখলে অনেকে বিশ্বাসই করতেননা।

একটি ব্রিজ। ব্রিজটির তলা দিয়ে চলে গেছে বিশাল ড্রেন। যা শহরের যাবতীয় নর্দমার জলকে এখান দিয়ে প্রবাহিত করাচ্ছে। একটি আর্চের আদলে নির্মাণ হয়েছিল ব্রিজটি। তাই তার তলার চওড়া ড্রেন থেকে উপরের দিকে তাকালে একটি আর্চের মত ইটের গাঁথনি নজরে পড়ে।

সেই ব্রিজের গাঁথনির ওপর তৈরি হয়েছিল একটি আস্ত বাড়ি। ১৯৪৯ সালে এই আজব বাড়িটি নির্মাণ করা হয়। যেখান থেকে নিচের জলের স্রোত পরীক্ষা করে দেখা হত। এ বাড়ির বারান্দায় দাঁড়ালে নিচে ড্রেন এবং চারধারে রাস্তা ও বাড়ি।

এখানেই শেষ নয়। বাড়িটির গা ঘেঁষে ব্রিজের ওপর দিয়েও রয়েছে কালো পিচ ঢালা রাস্তা। যার মানে দাঁড়ায় একটি বাড়ির তলা দিয়ে বিশাল চওড়া ড্রেন এবং গা দিয়ে রাস্তা।

এমন বাড়িতেও মানুষ থাকেন? অনেকে অবাক হতে পারেন, কিন্তু এই বাড়িটি বিক্রিও হয়ে গেল। বিক্রি হল ভারতীয় মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকা দামে।

লস অ্যাঞ্জেলস কাউন্টি ব্রিজের ওপর এই বাড়িটি আলহামব্রা ব্রিজ হাউস নামেই সকলের কাছে পরিচিত। যেখানে একটি থাকার ঘর, একটি বাথরুম আর সবচেয়ে বড় কথা একটি সাড়ে ৪৫০ বর্গ ফুটের বারান্দা রয়েছে। কেউ যদি একান্তে থাকতে চান, তাহলে কিন্তু এই আজব বাড়ির তুলনা হয়না।

Share
Published by
News Desk