World

কোন শহরের প্রতিটি বাড়ির সামনে বিমান দাঁড়িয়ে থাকে জানেন

বর্ধিষ্ণু এলাকা হলে প্রায় সকলের বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু প্রত্যেকের বাড়ির সামনে বিমানও দাঁড়িয়ে থাকে এ শহরে।

Published by
News Desk

এই তল্লাটের বাসিন্দাদের প্রত্যেকের নিজস্ব বাড়ি রয়েছে। আর বাড়ির সামনে প্রায় প্রত্যেকেরই একটি করে বিমান রয়েছে। ঠিকই পড়েছেন, গাড়ি নয় বিমান। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।

গাড়ির জন্য মানুষের বাড়িতে গ্যারাজ থাকে। এখানে প্রত্যেকের বাড়ির সঙ্গে একটি করে হ্যাঙ্গার থাকে। যেখানে বিমানটি পার্ক করা থাকে। লোকজন বাড়ি থেকে বেরিয়ে অন্য কারও বাড়ি যাওয়া, অফিস যাওয়া বা অন্য কোনও কাজে যাওয়ার জন্য নিজের বিমান ব্যবহার করেন।

বিমান যাতে ওঠানামায় কোনও সমস্যা না হয় সেজন্য এই শহরের রাস্তাও অনেক বেশি চওড়া। রাস্তাগুলি বিশেষভাবে তৈরি যাতে বিমানটি সকলে নিজের নিজের বাড়ির সামনেই নামিয়ে পার্ক করে রাখতে পারেন।

এমন জায়গাও পৃথিবীতে আছে? এ প্রশ্ন করতেই পারেন। উত্তর হল আছে। ক্যালিফোর্নিয়ার ক্যামেরন এয়ারপার্ক এলাকায় এ দৃশ্য গেলেই দেখা যায়।

প্রাক্তন সেনাকর্মীরাই এই এলাকার বাসিন্দা। তাঁরা বিমান চালানোয় পারদর্শী। এই এলাকা একটি বিমানবন্দর সংলগ্ন। কেউ চাইলে বিমানবন্দরেও বিমান অবতরণ করাতে পারেন। সেই ছাড় রয়েছে ক্যামেরন এয়ারপার্কের বাসিন্দাদের জন্য।

এমন বাড়ির দরজায় বিমান রাখা সত্যিই নজরকাড়া। অবাক করাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকা যুদ্ধবিমান ওঠানামার জন্য ব্যবহার করা হত। সেটাই এই বিশেষ বৈশিষ্ট্য সমেত টিকিয়ে রাখা হয়েছে। যা এই অঞ্চলকে সারা বিশ্বের কাছে এক অন্যতম চমক করে ফেলেছে।

Share
Published by
News Desk

Recent Posts