World

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, ২ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে গেল প্রশাসন

Published by
News Desk

মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ায় ১ লক্ষ ৪১ হাজার একরের বিস্তীর্ণ অঞ্চলকে গ্রাস করল বিধ্বংসী দাবানল। ইতিমধ্যেই ভেঞ্চুরা কাউন্টি লাগোয়া আগুনের কবলে পড়ে কয়েক জনের মৃত্যু হয়েছে। ৫ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। প্রশাসন প্রায় ২ লক্ষ স্থানীয় বাসিন্দাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে গেছে। বাকি বাসিন্দারা নিজেরাই বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। মার্কিন প্রশাসন সান দিয়াগো সংলগ্ন এলাকার অধিবাসীদের সতর্ক পরামর্শ দিয়েছে।

দমকল সবরকম চেষ্টা চালালেও যতক্ষণ না হাওয়ার তীব্রতা কমছে, ততক্ষণ আগুনের সঙ্গে লড়াই করে যেতে হবে বলেই মনে করছে তারা। ঘন জঙ্গল হওয়ায় আকাশপথেও আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। যদিও শুকনো আবহাওয়া ও হাওয়ার প্রবল গতি ক্রমশ আগুন ছড়িয়ে দিচ্ছে। আগুনের গ্রাসে চলে যাচ্ছে নতুন নতুন এলাকা। জঙ্গল তো আছে, সেইসঙ্গে সংলগ্ন জনবসতিও পুড়ে ছাই হয়ে যাচ্ছে লেলিহান শিখায়।

Share
Published by
News Desk
Tags: California

Recent Posts