World

৬০ বছর পার শতাধিক বৃদ্ধ আকাশের বুকে শিল্প হয়ে ঝরে পড়লেন মাটিতে

৬০ বছর পার করেও যে এমন আকাশ থেকে ঝরে পরার অদম্য উৎসাহ থাকতে পারে, তা হয়তো এমনটা না হলে বিশ্বাস করা কঠিন হত।

Published by
News Desk

বয়স যে কেবলই একটি সংখ্যা তা ফের একবার প্রমাণ করলেন তাঁরা। তাঁরা মানে ৬০ বছর বয়স পার করা ১০১ জন বৃদ্ধ। এঁদের এক এক জনের বয়স এক এক রকম। কিন্তু উৎসাহে এতটুকু ঘাটতি নেই। নেই অদম্য সাহসের।

সেইসঙ্গে তাঁদের শৈল্পিক জ্ঞানকেও তারিফ করতে হবে। এমন কাণ্ডই তাঁরা ঘটিয়ে ফেললেন। তরুণ বয়সেও যা করতে বুক কাঁপবে, সে কাজ তাঁরা করে দেখালেন। তাও আবার মাটিতে নয় আকাশে। মাটি থেকে অনেক উচ্চতায়।

এঁরা প্রথমে চড়ে বসেন একাধিক বিমানে। তারপর আকাশে উড়ে গিয়ে সেখান থেকে ঝাঁপিয়ে পড়েন শূন্যে। সেখানেই শেষ নয়, তাঁরা এবার ওই আকাশেই নিচের দিকে পড়তে পড়তে একে অপরের হাত ধরতে থাকেন।

এমনভাবে তাঁরা সকলে মিলে হাত ধরাধরি করে একটি সুন্দর স্নোফ্লেক তৈরি করেন। বরফ আলপনার মত জমাট বাঁধলে যেমন সুন্দর দেখতে হয়, তেমন লাগছিল তাঁদের সেই আকাশের বুকে শিল্প হয়ে ওঠা।

কিছুটা সময় এমন এক সুন্দর স্নোফ্লেক তৈরির পর তারপর সকলে ফের ছেড়ে দেন একে অপরের হাত। নিচের দিকে পড়তে থাকেন তাঁরা।

এবার প্যারাসুট খোলার পালা। প্যারাসুট খুলে সকলে একদম সুস্থভাবে নেমে আসেন মাটিতে। তাঁদের এই সাহস আর উৎসাহের তারিফ করতে কেউ কার্পণ্য করেননি। ক্যালিফোর্নিয়ায় এই কাণ্ড ঘটিয়ে রেকর্ড গড়ল ১০১ ষাটোর্ধ বৃদ্ধের দল।

Share
Published by
News Desk

Recent Posts