World

বিমানবন্দরের আকাশেই ২টি বিমানের মুখোমুখি সংঘর্ষ

বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করছিল ২টি বিমানই। কিন্তু দিকভ্রষ্ট হয়ে তারা একে অপরের দিকে এগিয়ে আসে। মাটি ছোঁয়ার আগেই হয় সংঘর্ষ।

Published by
News Desk

২টি বিমানই তাদের পুরো পথ অতিক্রম করে এসে বিমানবন্দরে অবতরণের জন্য তৈরি। আকাশেই রয়েছে ২টি বিমান। নিচেই বিমানবন্দর। সেখানে রানওয়ে ছোঁয়া সময়ের অপেক্ষা।

২টি বিমান একসঙ্গেই বিমানবন্দরে পৌঁছে যায়। আকাশে ২টি বিমানই অবতরণের জন্য তৈরি হতে থাকে। কিন্তু তারপরই ঘটে বিপত্তি।

২টি বিমান অবতরণ করতে গিয়ে দিকভ্রষ্ট হয়ে একে অপরের দিকে ছুটে আসে। ২টি বিমানের চালকই নিয়ন্ত্রণ হারান। চেষ্টা করেও তাঁরা মুখোমুখি সংঘর্ষ এড়াতে পারেননি। বিমানবন্দরের আকাশেই অবতরণের আগের মুহুর্তে ২টি বিমান নিজেদের মধ্যে সংঘর্ষ করে ভেঙেচুড়ে ছিটকে পড়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াটসনভিল মিউনিসিপাল এয়ারপোর্টে ঘটনাটি ঘটে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টেয়। ২টি বিমানের একটি ছিল এক ইঞ্জিন বিশিষ্ট এবং দ্বিতীয়টি ২ ইঞ্জিন বিশিষ্ট।

একটি বিমানে ১ জন চালক এবং দ্বিতীয় বিমানে ১ জন চালক ও আরও একজন যাত্রী ছিলেন। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঠিক কি কারণে এই দুর্ঘটনা তা এখনও পরিস্কার নয়। তবে তা জানতে তদন্ত শুরু হয়েছে।

মার্কিন মুলুকে এমন ছোট বিমানে যাতায়াতের চল অনেক বেশি। অনেকেরই এমন ব্যক্তিগত বিমান রয়েছে। তাঁরা তাতে যাতায়াতও করেন। বিমান অনেক সময় নিজেরাই ওড়ান। ছোট ছোট রুটে যাত্রার জন্য এই ১ ইঞ্জিন বা ২ ইঞ্জিন বিশিষ্ট বিমানের চাহিদাও মার্কিন মুলুকে যথেষ্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk

Recent Posts