World

চিড়িয়াখানার চোর ধরে দিল ৫ বছরের ছেলে

মাত্র ৫ বছর বয়স। আর এই বয়সেই কিনা চিড়িয়াখানার চোর ধরে দিল ওই একরত্তি ছেলে! তার কাহিনি এখন মুখে মুখে ঘুরছে।

Published by
News Desk

বিষয়টা নজরে আসতেই হৈচৈ পড়ে যায় চিড়িয়াখানায়। চিড়িয়াখানার একটি খাঁচার জাল কেটে চুরি হয়ে গেছে একটি গোল লেজের লেমুর।

২১ বছর বয়স্ক লেমুরটির বয়স জনিত কারণে কিছু সমস্যাও ছিল। সে আর্থারাইটিসে ভুগছে। এই অবস্থায় তাকে নিয়ে কে বা কারা পালাল সেটাই খুঁজতে চিড়িয়াখানার তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করে। কিন্তু কোনও হদিশ পায়নি তারা।

এরমধ্যেই পুলিশের কাছে একটি স্কুল থেকে ফোন আসে। স্কুলের তরফে জানানো হয় পুলিশ যেন দ্রুত সেখানে হাজির হয়। কারণ স্কুলের এক ৫ বছরের ছাত্র একটি গাড়িতে একটি লেমুরকে দেখতে পেয়েছে। তাকে গাড়ির মধ্যে লুকিয়ে রাখা হয়েছে। গাড়িটি সেখান থেকে চলে যাওয়ার আগেই যেন পুলিশ সেখানে হাজির হয়।

মাকি নামের লেমুরটি, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @sfpd

খবর পেয়েই পুলিশ ও বন বিভাগের কর্মীরা সেখানে দ্রুত হাজির হন। গাড়িটি সেখানে দাঁড়িয়েছিল। সেই গাড়িটি ঘিরে ফেলে সেখান থেকে অবশেষে উদ্ধার করা হয় চিড়িয়াখানা থেকে চুরি যাওয়া লেমুরটিকে।

কিন্তু তখন গাড়িতে কেউ ছিলনা। গাড়ির নম্বর ধরে তারপর খোঁজ শুরু হয়। অবশেষে কোরি নামে বছর ৩০-এর এক যুবককে এই লেমুর চুরিতে যুক্ত সন্দেহে গ্রেফতার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে সানফ্রানসিসকো-তে। সানফ্রানসিসকো চিড়িয়াখানা থেকেই চুরি যায় মাকি নামে ওই লেমুরটি। হোপ লুথেরান ডে স্কুলের ওই ৫ বছরের পড়ুয়া গাড়িতে লেমুরটিকে দেখে চিৎকার করা না শুরু করলে যে কারও বিষয়টি নজরেই পড়ত না তা মেনে নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ, পুলিশ ও চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাই ওই পড়ুয়াকে পুরস্কৃত করেছে। তাকে ও তার পরিবারকে ওই চিড়িয়াখানার আজীবনের সদস্যপদ দিয়েছে তারা। সেই সঙ্গে জানিয়েছে ওই শিশুটির জন্যই বেঁচে গেল একটি বন্যপ্রাণের জীবন। আপাতত ওই ৫ বছরের পড়ুয়ার কথা সেখানকার সব সংবাদপত্রে জায়গা করে নিয়েছে।

Share
Published by
News Desk

Recent Posts