World

ওড়ার পরই বিমানবন্দরে ভেঙে পড়ল বিমান

Published by
News Desk

বিমানবন্দর থেকে সবে উড়েছে বিমানটি। আকাশে উড়ে যাওয়ার সময় পায়নি। সবে কিছুটা উপরে উঠেছে। তারপরই বিমানবন্দরের কর্মী থেকে অনেক যাত্রী অবাক চোখে দেখলেন বিমানটি ক্রমশ আবার নেমে আসছে। বিমানবন্দরের পূর্ব প্রান্তের দিকে নেমে আসছে সেটি। তারপর বিমানটি আছড়ে পড়ল ঘাস জমিতে। দাউদাউ করে জ্বলে উঠল আগুন। বিমানবন্দরে উপস্থিত দমকল ছুটল আগুন নেভাতে।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার করোনা মিউনিসিপাল বিমানবন্দরে। একটি ৪ আসনের ছোট বিমান আকাশে উড়েছিল এখান থেকে। স্থানীয় সময় তখন দুপুর ১২টা ১১ মিনিট। তখনই ঘটে দুর্ঘটনা। ঘটনায় ৪ যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিমানে ৮০ গ্যালন জ্বালানি ছিল। ঘাস জমির ওপর ভেঙে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। বিমানবন্দর ছেড়ে উড়ে গিয়ে জনবসতির ওপর পড়লে আরও বড় ধরনের ক্ষতি হতে পারত।

কেন এমন ঘটনা ঘটল? ওড়ার পরেই কীভাবে ভেঙে পড়ল বিমানটি? যান্ত্রিক ত্রুটি যদি ছিলই তো তা বিমান ওড়ার আগে পরীক্ষার সময় ধরা পড়েনি কেন? এসব জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানবন্দরটি সাময়িকভাবে দুর্ঘটনার পর বন্ধ করে দেওয়া হয়। কোনও বিমান ওঠানামা করেনি। পরে অবশ্য তা স্বাভাবিক হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: California

Recent Posts