ক্যালিফোর্নিয়ায় প্রবল ভূমিকম্পে ভেঙে পড়েছে চাঙড়, ছবি - আইএএনএস
প্রবল কম্পনে কেঁপে উঠল মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়া। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৩৩ মিনিটে প্রবল কম্পন অনুভূত হয়। থরথর করে কেঁপে ওঠে মাটি। আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসেন। মার্কিন মুলুকে শুক্রবার রাত মানে উইকএন্ডের আনন্দ শুরু। ফলে অফিস শেষে রাতে অনেকেই তখন রাস্তায় ছিলেন। দোকান পসার খোলা ছিল। বিনোদনের জায়গাগুলিতে থিক থিক করছিল ভিড়। সেই সময় ৭.১ মাত্রায় রিখটার স্কেলে কম্পন ধরা পড়ে। বহু বাড়িতে ফাটল তৈরি হয়েছে।
কম্পনের উৎসস্থল ছিল মাটির ০.৯ কিলোমিটার নিচে। অর্থাৎ মাটির সামান্য নিচেই ছিল কম্পনের উৎস। যার ফলে কম্পন প্রবল আকারে অনুভূত হয়েছে। মাত্রাও ছিল আতঙ্কের। গত ২০ বছরে এত বড় মাত্রার ভূমিকম্প ক্যালিফোর্নিয়ায় হয়নি। শেষবার ৭.১ মাত্রার কম্পন হয়েছিল ১৯৯৯ সালে। তারপর এই হল। ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আফটার শকের আতঙ্কও তাড়া করে তাঁদের।
বহু বাড়িতে ভাঙন ধরেছে। অনেক বাড়ি থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেক বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে। ফাটল ধরেছে। ২ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। উদ্ধারকাজও শুরু হয়েছে। প্রসঙ্গত শুক্রবার রাতের আগে বৃহস্পতিবারও কম্পন অনুভূত হয়েছিল। লাস ভেগাসে সবচেয়ে বেশি অনুভূত হয় কম্পন। ওই কম্পনের পর এক হাজারের ওপর আফটার শক হয়েছে। তবে সেগুলো আতঙ্কের ছিলনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা