World

বাড়ির ওপর ভেঙে পড়ল বিমান, মৃত ৫

Published by
News Desk

দোতলা বাড়ি। বাড়িতে ছিলেন সাকুল্যে ৪ জন মানুষ। বাড়ির মধ্যেও যে তাঁদের জন্য মৃত্যু অপেক্ষা করছে তা কে জানত? কিন্তু আকাশ থেকে নেমে এল সাক্ষাৎ মৃত্যু। কোনও সুযোগ না দিয়েই কেড়ে নিল ৪টি প্রাণ। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার ইয়োরবা লিন্ডা শহরে। দোতলা বাড়িটিও প্রায় ধ্বংস হয়ে গেছে।

একটি ছোট বিমান রবিবার আকাশে ওড়ে ইয়োরবা লিন্ডা শহর থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত একটি বিমানবন্দর থেকে। বিমানে কেবলমাত্র পাইলট ছিলেন। আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই বিমানটিতে আগুন ধরে যায়।

আগুন লাগার পর বিমানটির নিয়ন্ত্রণ হারান পাইলট। আগুন লাগা অবস্থায় সেটি ওই দোতলা বাড়ির ওপর এসে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাড়ির ৪ বাসিন্দা সহ পাইলটের। এই ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: California

Recent Posts