World

দেশ ছাড়ার আগেই রণিল সিংয়ের হত্যাকারীকে পাকড়াও করল পুলিশ

Published by
News Desk

গত বুধবার রাত ১টা নাগাদ যখন বড়দিনের খুশিতে মাতোয়ারা ক্যালিফোর্নিয়ার নিউম্যানে একটি রাস্তার মোড়ে ট্রাফিক পুলিশের কাজে কর্মরত ছিলেন রণিল সিং তখন সেখানেই তাঁকে আচমকা গুলি করে পালায় এক আততায়ী। গুলিতে মৃত্যু হয় রণিল সিংয়ের। এরপরই আততায়ীর খোঁজ শুরু করে পুলিশ। তার ট্রাকটি একটি রাস্তা থেকে উদ্ধার হলেও ওই আততায়ীর খোঁজ ছিলনা।

৩৩ বছরের রণিল ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু ফিজির বাসিন্দা। সেখান থেকে মার্কিন মুলুকে ২০১১ সালে যান সেখানকার পুলিশ বিভাগে কাজ করার জন্য। নিউম্যান পুলিশ বিভাগে যথেষ্ট জনপ্রিয় রণিলের হত্যাকারীকে পাকড়াও করতে সবরকমভাবে চেষ্টা শুরু করে পুলিশ। অবশেষে সেই কাজে সফল হল তারা। কার্ন কাউন্টিতে একটি বাড়ি থেকে গুস্তাভো পেরেজ এরিয়াগা নামে রণিলেরই বয়সী ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানাচ্ছে ওই যুবক মার্কিন মুলুকের নাগরিক নয়। সে লুকিয়ে সে দেশে প্রবেশ করে। রণিলকে হত্যার পর সে মেক্সিকো পালানোর মতলবে ছিল। কিন্তু তার আগেই তাকে পাকড়াও করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: California