World

ট্রাফিক পুলিশকে গুলি করে হত্যা

Published by
News Desk

বড়দিনের রাতে একটু বাড়তি রোজগারের জন্য ওভারটাইম করছিলেন তিনি। মোতায়েন ছিলেন মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার নিউম্যানের মারসেড স্ট্রিটে। ভারতীয় বংশোদ্ভূত ওই পুলিশকর্মী বছর ৩৩-এর রণিল সিং যখন ওভারটাইম করছিলেন ঠিক তখনই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতি। গুলিবিদ্ধ হওয়ার পর রণিল নিজেই রেডিওতে অন্য পুলিশকর্মীদের ঘটনাটি সম্পর্কে অবহিত করেন। দ্রুত সেখানে অন্য পুলিশকর্মীরা হাজির হন। তাঁকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আততায়ী সেখান থেকে গুলি চালিয়ে একটি ট্রাকে চম্পট দেয়। তার সেই ট্রাকটি পরে রিভার রোডের কাছে উদ্ধার হয়। কিন্তু ওই ব্যক্তির এখনও নাগাল পায়নি পুলিশ। তার খোঁজ শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: California