আগুনের সাথে প্রায় যুদ্ধ করছেন দমকলকর্মীরা, ছবি - আইএএনএস
৩ দিকে ৩টি দাবানল একসঙ্গে জ্বলছে। তার লেলিহান শিখাকে আয়ত্তে আনার কোনও উপায় হাতে নেই প্রশাসনের। আগুন আয়ত্তে আনার চেষ্টায় ত্রুটি থাকছে না। কিন্তু শুকনো আবহাওয়া আর ঝোড়ো হাওয়ার দাপটে সেই আগুনের শিখা ছড়িয়ে পড়ছে একের পর এক মহীরুহে। দাউদাউ করে জ্বলছে জঙ্গল। কত প্রাণির মৃত্যু হয়েছে তা অজানা। এখন প্রশাসনের একটাই লক্ষ্য, যেভাবে হোক বাঁচাতে হবে মানুষের মৃত্যু। যত দ্রুত পারা যায় আয়ত্তে আনতে হবে আগুন।
ক্যালিফোর্নিয়া জুড়ে ৩টি ভয়ংকর দাবানলের ত্র্যহস্পর্শে আপাতত বেহাল এখানকার জনজীবন। হাজার হাজার মানুষকে সরিয়ে নিয়ে গিয়েও মৃত্যুতে লাগাম দেওয়া সম্ভব হচ্ছে না। গত সপ্তাহে লাগা আগুন এখনও পর্যন্ত কেড়ে নিয়েছে ৪৪টি প্রাণ। এখনও আগুন স্বতেজেই জ্বলছে। ফলে সে আরও কত প্রাণ নিয়ে তবে শান্ত হবে তা অনুমান করতে পারছেনা প্রশাসনও। জঙ্গল তো বটেই, আগুন ছড়াচ্ছে জঙ্গল সংলগ্ন জনবসতিতে। আগুন ছড়াচ্ছে হাইওয়েগুলিতে। একের পর এক জনবসতি ছেড়ে প্রাণ বাঁচাতে পালাচ্ছেন মানুষজন। পালিয়ে নিরাপদ আশ্রয়ে গেলেও এখনও পর্যন্ত খোঁজ নেই প্রায় ২০০ জন মানুষের। তাঁরা বেঁচে আছেন, না নেই, তাও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা