ক্যালিফোর্নিয়ায় দাবানলের গ্রাসে জ্বলছে বসত বাড়ি, ছবি - আইএএনএস
ভয়ংকর দাবানল কেড়ে নিল ২৫টি প্রাণ। যদিও মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ক্যালিফোর্নিয়ার একটা বড় অংশের বনাঞ্চল এখন দাবানলের গ্রাসে। হুহু কররে ছড়াচ্ছে আগুন। শুকনো আবহাওয়া আর ঝোড়ো হাওয়ার দাপটে আগুন ছড়াতে সময় নিচ্ছে না। আগুন আয়ত্তে আনার প্রায় সব চেষ্টাই ব্যর্থ। আগুন এসে পড়েছে জঙ্গলের গা ঘেঁষা হাইওয়ের ওপরও। এখানে একটি পোড়া গাড়ি থেকে ২টি দেহ উদ্ধার হয়েছে। গাড়িটি সম্ভবত হাইওয়ে দিয়ে যাওয়ার সময় আগুনের লেলিহান শিখার কবলে পড়ে যায়।
ক্যালিফোর্নিয়ায় ৩টি জায়গায় দাবানল ভয়ংকর চেহারা নিয়েছে। ফলে চলছে মানুষজনকে সরানোর কাজ। ইতিমধ্যেই ২ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা