World

ভয়ংকর দাবানল, ঘরছাড়া ৩০ হাজার

Published by
News Desk

মাত্র ১ দিন হল দাবানল ভয়ংকর আকার নিয়েছে। তারমধ্যেই আগুনের গ্রাসে চলে এসেছে বহু ঘরবাড়ি, স্কুল, ধর্মস্থান। মার্কিন মুলুকের ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরের ধার ধরে জঙ্গলে ছড়িয়ে পড়া দাবানল হুহু করে ছড়াচ্ছে। দ্রুত তা গ্রাস করছে নতুন নতুন এলাকা। ইতিমধ্যেই ‌প্যারাডাইস শহর ও তার আশপাশে বসবাসকারী ৩০ হাজার মানুষকে সরিয়ে নিয়ে গেছে প্রশাসন। গৃহহীন হয়ে অস্থায়ী শিবিরে জায়গা হয়েছে তাঁদের।

এই ভয়ংকর দাবানলের নাম দেওয়া হয়েছে ক্যাম্প ফায়ার। ইতিমধ্যেই যার গ্রাসে চলে এসেছে ৮ হাজার হেক্টর বনাঞ্চল। শুকনো ঝোড়ো হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়াচ্ছে। পুরো পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়েছে। তবে আগুন যেভাবে ছড়াচ্ছে তাতে অবস্থা ক্রমশ জটিল আকার নিচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: California

Recent Posts