World

গানের অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলি, মৃত ১৩

Published by
News Desk

কলেজ পড়ুয়াদের একটি গানের অনুষ্ঠান চলছিল। স্থানীয় সময় বুধবার রাত তখন প্রায় সাড়ে ১১টা। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার থাউজ্যান্ড ওকস শহরের বর্ডারলাইন পানশালায় তখন ভিড়ে ভিড়। আনন্দের পারদ ক্রমশ চড়ছে সেখানে। গানে মৌতাত যেন আরও জমে উঠছে। আনন্দের সেই আবহের তাল কাটল এক বন্দুকবাজ। আচমকা সেই ভিড়ে ঠাসা পানশালায় গুলিবর্ষণ শুরু করে সে। এলোপাথাড়ি গুলি চলতে থাকে। একের পর এক মানুষ লুটিয়ে পড়তে থাকেন মেঝেতে। গান মুছে গিয়ে তখন শুধুই আর্তনাদের শব্দ।

বন্দুকবাজের গুলি বর্ষণে সেখানে ১২ জনের মৃত্যু হয়। যারমধ্যে ভেঞ্চুরা কাউন্টির শেরিফও রয়েছেন। এদিকে ওই বন্দুকবাজেরও গুলিতে মৃত্যু হয়। তবে ঠিক কীভাবে তার মৃত্যু হল তা পরিস্কার নয়। আহত হয়েছেন অনেকে। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: California

Recent Posts