ঘর ঝাঁট দিতে গিয়ে পাওয়া গেল একটি পাতলা বই, যার দাম উঠল ৮২ কোটি টাকা
সুপারম্যান এক এমন কাল্পনিক চরিত্র যা কমিকস দুনিয়ায় প্রথমসারিতে রাজত্ব করেছে। তবে তার মানে কি এই যে একটি পাতলা কমিকস বইয়ের দাম চড়বে ৮২ কোটি টাকায়।
পৃথিবীর সবচেয়ে দামি কমিকস বইয়ের তকমাটা পেয়ে গেল সুপারম্যান নম্বর ১। যা পড়েছিল একটি বাক্সের মধ্যে কয়েকটি খবরের কাগজের ফাঁকে। ক্যালিফোর্নিয়ার এক পরিবার এটি খুঁজে পায়।
মা প্রয়াত হওয়ার পর তাঁর ঘর সাফ করছিলেন ওই পরিবারের সকলে। সেখানেই এই বইটির হদিশ পাওয়া যায়। কয়েকটি খবরের কাগজের সঙ্গে নেহাতই অবহেলায় পড়েছিল এটি।
১৯৩৯ সালের এই কমিকস বইটি সুপারম্যানের দুর্ধর্ষ এক কাহিনির। যে সময় পৃথিবী জুড়ে কমিকস বই তার দাপট দেখাচ্ছে। বিভিন্ন কমিকস বইয়ের পাতার চরিত্ররা মানুষের মনে পাকাপাকি জায়গা করে নিচ্ছে।
সেই তালিকায় সুপারম্যান ছিল প্রথমসারিতেই। সেই সুপারম্যানের অতিমানবিক সব কাণ্ডকারখানা নিয়ে এই সব কমিকস বই গোগ্রাসে গিলে ফেলত শিশু থেকে বৃদ্ধ, সব বয়সের মানুষ।
তেমনই একটি কমিকস বই পাওয়া যাওয়ার পর সেটি নিলামে ওঠে। আর নিলামে তা বিক্রি হয় ৯.১২ মিলিয়ন ডলারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮২ কোটি টাকা!
একটা কমিকস বইয়ের দাম ৮২ কোটি! এই দামে বিক্রি হওয়ার পর এই সুপারম্যান নম্বর ১ কমিকস বইটিই হয়ে গেল বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া কমিকস বই।
২০২৪ সালে এমনই একটি কমিকস বই বিক্রি হয়েছিল নিলামে। দাম চড়েছিল ৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫৪ কোটি। সেটাই ছিল বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রিত কমিকস বই। তাকে অনেকটাই পিছনে ফেলে দিল সুপারম্যান নম্বর ১। যা এক অবিশ্বাস্য রেকর্ডও গড়ে ফেলল।













