হাজার কেজির কুমড়ো ফলিয়ে সাড়ে ১৯ লক্ষ টাকা পকেটে পুরলেন এক ইঞ্জিনিয়ার
কুমড়ো খেতে ভালই লাগে। কিন্তু এ কুমড়ো দেখলে মনে হবে কুমড়োই না খেয়ে ফেলে কাউকে। ১ হাজার কেজির ওপর ওজন তার। একটা সোফার মত বড়।

কুমড়ো প্রায় সকলের দেখা। বাজারে হাটে গেলে কুমড়ো তো দেখাই যায়। বেশ বড় সাইজের কুমড়োও দেখা যায়। কিন্তু একটা সোফার মত বড় কুমড়ো কেউ দেখেছেন কি? এটা সকলেই মেনে নেবেন যে এমন দানবীয় কুমড়ো তাঁরা কখনও দেখেননি। তবে তেমন কুমড়োরও দেখা মিলল।
নিছক একটা কুমড়ো। কিন্তু তাকে ঘিরে কৌতূহলের শেষ ছিলনা। ২০২৫ সালের বিশ্বচ্যাম্পিয়ন হল এই কুমড়ো। নিটোল চেহারা, ঝকঝকে রং। তেমনই শক্তপোক্ত। যিনি এই কুমড়োকে এই বিশালত্ব পর্যন্ত পরিচর্যা করে বড় করেছেন তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আর নেশা বাগান করা।
সেখানেই তিনি একটি কুমড়ো ফলান। এর আগেও তাঁর জমির কুমড়ো ২০২৪ সালে সামান্য কয়েক কেজির জন্য এই প্রতিযোগিতায় দ্বিতীয় হয়ে যায়। এবার অবশ্য তাঁর ১ হাজার ৬৪ কেজির কুমড়োকে কেউ হারাতে পারেনি। তাঁর কুমড়োই সেরার শিরোপা নিয়ে যায়। যার ওপর তাঁর ২ সন্তান বসে দিব্যি ছবিও তোলে।
ক্যালিফোর্নিয়ার হাফ মুন বে-তে ২০২৫ সেফওয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই সেরা হয় ক্যালিফোর্নিয়ার সান্টা রোজা-র বাসিন্দা ব্র্যান্ডন ডসন-এর কুমড়ো।
এই প্রতিযোগিতার নিয়ম হল যাঁর কুমড়ো বিশ্বচ্যাম্পিয়ন হবে তাঁকে পুরস্কৃত করা হবে। পুরস্কারটাও বেশ চমকপ্রদ। যাঁর কুমড়ো চ্যাম্পিয়ন হবে তাঁর কুমড়োর যত ওজন তার প্রতি পাউন্ড ওজনের জন্য ৯ ডলার করে পাবেন তিনি। সেই অনুযায়ী ব্র্যান্ডন জেতেন ২২ হাজার ১১৪ ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ১৯ লক্ষ টাকা।