World

এভাবেও পছন্দের পাত্র খোঁজা যায়, দেখিয়ে দিলেন বিয়ে করতে চাওয়া মহিলা

এভাবেও যে পছন্দের পাত্র খোঁজা যেতে পারে তা বোধহয় গোটা বিশ্বকে শিখিয়ে দিলেন এক মহিলা। নিজের জন্য পাত্র খুঁজে হয়রান হয়ে অবশেষে নিলেন এই অভিনব পদক্ষেপ।

তিনি অনেকদিন ধরেই তাঁর পছন্দের পাত্রের খোঁজ করছিলেন। কিন্তু কিছুতেই মনের মত পুরুষ খুঁজে পাচ্ছিলেন না যাঁকে তাঁর পছন্দ। তিনি অনেক ডেটিং অ্যাপেও চেষ্টা করেন পাত্র খোঁজার।

নিজেই নিজের জন্য পাত্র খুঁজতে খুঁজতে কার্যত একসময় ক্লান্ত হয়ে পড়েন তিনি। কিছুটা বিরক্তিও আসে। এত চেষ্টা করেও তাঁর পছন্দের পাত্র তিনি কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে নিজের পাত্র খুঁজতে নিজেই এক অভিনব পথ নিলেন ৪২ বছরের এই মহিলা।

তিনি তাঁর শহরের বেশ কয়েকটি বিলবোর্ড ভাড়া নিয়েছেন। যে বিলবোর্ডে সাধারণভাবে রাস্তায় বিশাল করে বিভিন্ন সংস্থার পণ্যের বিজ্ঞাপন দেখা যায়। যা দেখে মানুষ আকর্ষিত হবেন। সেই বিলবোর্ডে তিনি তাঁর নিজের একটি ওয়েবসাইটের বিজ্ঞাপন দিয়েছেন।

এই ওয়েবসাইটটি আর কিছুই করেনা। কেবল ওই মহিলার পাত্র খোঁজার জন্য তৈরি করা হয়েছে। ওয়েবসাইটটির নাম তিনি দিয়েছেন ম্যারিলিসা ডট কম। ৪২ বছরের ওই মহিলার নাম লিসা ক্যাটালানো। তিনি আমেরিকার সান ফ্রানসিসকো বে-র বাসিন্দা।

সেখানে লিসার এই বিয়ে করতে চেয়ে বিলবোর্ডে ওয়েবসাইটের বিজ্ঞাপন এখন খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। তিনি নিজের সম্বন্ধে ওই ওয়েবসাইটে লিখেছেন। কেমন পাত্র পছন্দ তাও লিখেছেন।

যদি কেউ মনে করেন লিসার সঙ্গে বৈবাহিক সম্পর্ক তৈরি করবেন তাহলে তিনি ওই ওয়েবসাইট মারফত আবেদন করতে পারেন। লিসার এই অভিনব উপায়ে পাত্র খোঁজা এখন তাঁর শহরের রাস্তায় চলতে ফিরতে মানুষের নজর কাড়ছে। খবরটি বিশ্বের তাবড় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *