World

লুকিয়ে আইসক্রিমের দোকানে ঢুকে একটিমাত্র স্বাদের আইসক্রিম খেল ভাল্লুক

তার যে আইসক্রিম খাওয়ার শখ হতে পারে তা আর কে জানত। লুকিয়ে আইসক্রিম পার্লারে ঢুকে অবশ্য সে একটিই স্বাদের আইসক্রিম খেল। অন্যগুলো চেখেও দেখল না।

Published by
News Desk

একটি আইসক্রিম পার্লার। যেখানে অনেক স্বাদের বা ফ্লেভারের আইসক্রিম রয়েছে। যে যা চাইবেন সেই স্বাদের আইসক্রিম পেয়ে যাবেন। সে পার্লার অবশ্য তখন বন্ধ ছিল। ক্রেতা তো নয়ই, বিক্রেতাও কেউ ছিলেননা। সেই বন্ধ দোকানে লুকিয়ে ঢুকে পড়ে এক অতিকায় ভাল্লুক।

বিশাল চেহারার সেই ভাল্লুক কেন আইসক্রিমের দোকানে? সে কি আইসক্রিম পছন্দ করে? এখানে যে তার পছন্দের আইসক্রিম পাবে সেটাই বা জানল কীভাবে? এসব প্রশ্নের উত্তর জানা নেই। তবে যা ঘটল তা বেশ অবাক করে দেয়।

ওই ভাল্লুকটি দোকানে অতরকম স্বাদের আইসক্রিম থাকতেও কেবল একটি স্বাদের আইসক্রিম বেছে নেয়। সেটাই তার পছন্দ। অন্যগুলো নয়। তাই অন্য সব আইসক্রিম বাদ দিয়ে সে কেবল স্ট্রবেরি স্বাদের আইসক্রিমে পেট ভরাতে থাকে।

কনকনে ঠান্ডা আইসক্রিম বেজায় আনন্দে উদরে চালান করতে থাকে। কেউ বাধা দেওয়ার নেই। দোকানে কেউ না থাকলেও দোকানে লাগানো ক্যামেরায় ধরা পড়ে ওই ভাল্লুকটি। একটি টাব ভর্তি স্ট্রবেরি আইসক্রিম শান্তিতে খেয়ে সে বেরিয়ে যায়।

ভোর ৪টে নাগাদ এই ঘটনাটি ঘটে ক্যালিফোর্নিয়ার লেক টাহো এলাকার একটি আইসক্রিম পার্লারে। ভাল্লুকটি দোকানে ঢুকে এতকিছু করে বেরিয়ে গেলেও পরে দোকান খোলার পর তেমন কিছুই ভাঙা অবস্থায় বা ছড়ানো অবস্থায় পাওয়া যায়নি। নোংরাও হয়নি পার্লার।

পছন্দের আইসক্রিম সাবাড় করলেও বেশ পরিস্কার পরিচ্ছন্ন অবস্থাতেই পার্লারটি রাখে ওই অতিকায় বাদামী ভাল্লুক। ওই এলাকার শেরিফ এই কাহিনি সমাজ মাধ্যমে ভাগ করে নেন।

Share
Published by
News Desk