World

রেগে দোকানের ম্যানেজার বসে পড়লেন মহিলা কর্মীর ওপর

দোকানের ম্যানেজারের সঙ্গে এক কর্মীর ঝগড়া লাগে। এটা নতুন কিছু নয়। হতেই পারে। মিটেও যায়। কিন্তু এক্ষেত্রে হল অন্য কিছু।

নানারকম খাবার, নরম পানীয় সহ বিভিন্ন জিনিসের একটি দোকান। বড় নামকরা দোকান। যেখানে সারাদিনই ক্রেতার ভিড় লেগে থাকে। কর্মীরাও রয়েছেন। এমনই এক কর্মী ছিলেন এক ২৪ বছরের তরুণী। তিনি ওই দোকানে কাজ করতেন।

তাঁর ওপরে ছিলেন ম্যানেজার। ম্যানেজারের কথা শুনে চলতে হয় দোকানের কর্মীদের। ওই কর্মী দোকানে আসার পর কাজই করছিলেন। কিন্তু কোনও কিছু নিয়ে ম্যানেজারের সঙ্গে দুপুরের দিকে তাঁর ঝগড়া লাগে। কথা কাটাকাটি হতে থাকে। ঝগড়া বাড়তে থাকে।

পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। এরপরই দেখা যায় ওই ম্যানেজার ওই তরুণীকে টেনে মাটিতে ফেলে দেন। তারপর তাঁর ওপর চড়ে বসেন। তরুণীর দেহের উপরের অংশে বসে পড়েন তিনি।

ফলে ওই তরুণী আর শ্বাস নিতে পারছিলেননা। তিনি চেষ্টা করেন ওই ম্যানেজারকে তাঁর ওপর থেকে সরিয়ে দিতে। কিন্তু সরাতে পারেননি।

এভাবে ১০ মিনিট কেটে যাওয়ার পর যখন ওই তরুণী ম্যানেজারের থেকে মুক্তি পান ততক্ষণে তিনি আর শ্বাস নিতেই পারছিলেননা। সিপিআর দিয়েও কাজ হয়নি। অগত্যা তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অক্সিজেন দীর্ঘসময় মস্তিষ্কে না পৌঁছনোয় তাঁর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয় বলে জানিয়ে দেন চিকিৎসকেরা। বেশ কয়েকদিন ওই অবস্থায় রাখার পর জেসিকা নামে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ওই তরুণীর শরীর থেকে লাইফ সাপোর্ট সিস্টেম সরিয়ে নেওয়া হয়। চিরনিদ্রায় চলে যান জেসিকা। ঘটনার পর ওই মহিলা ম্যানেজার পালিয়ে যান। তাঁকে খুঁজছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ২৪ জুন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *