World

বাড়ি ঘর পুড়িয়ে ছারখার করে দিল মাকড়সা

Published by
News Desk

মশা মারতে কামান দাগা, ঠিক এটাই করলেন ক্যালিফোর্নিয়ানিবাসী এক ব্যক্তি। তবে আক্ষরিক অর্থে মশা নয়, মাকড়সার উপর গায়ের ঝাল মেটাতে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু আগুন গায়ে পড়তেই লঙ্কাকাণ্ড বাধাল মাকড়সা। সেই আগুনেই পুরো বাড়িতে আগুন ধরিয়ে ছড়াল সে।

ওই ব্যক্তির ঘরে আচমকা এসে উপস্থিত হয় এক বিশালাকার মাকড়সা। ‘উল্ফ স্পাইডার’ নামের মাকড়সাটি স্বভাবে যদিও আক্রমণাত্মক নয়। তবে তার হুল মানুষের শরীরের পক্ষে বিষাক্ত। ভয় পেয়ে ওই ব্যক্তি নানাভাবে কীটটিকে মারতে উঠে পড়ে লাগেন। কিন্তু প্রতিবার তাঁর চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে থাকে ধূর্ত মাকড়সা। এভাবে একসময়ে ধৈর্যের বাঁধ ভাঙে ওই ব্যক্তির। মাকড়সাকে জব্দ করতে তাকে পুড়িয়ে মারার ফন্দি আঁটেন তিনি। টর্চ লাইটার দিয়ে একফাঁকে আগুন ধরিয়ে দেন মাকড়সার গায়ে। জ্বলতে থাকা মাকড়সাটি ঘরে পাতা ম্যাটের তলায় ঢুকতেই ঘটে যায় বিপত্তি। দাউ দাউ করে আগুন ধরে যায় ম্যাটে। যা ছড়িয়ে পড়ে ঘরের চারদিকে।

আগুনে পুড়ে ছাই হয়ে যায় মূল্যবান আসবাব, জিনিসপত্র। মাকড়সার লঙ্কাকাণ্ডে অবশ্য হতাহতের কোনও ঘটনা ঘটেনি। নিজে সুস্থ থাকলেও এখন মাথা চাপড়াচ্ছেন ওই ব্যক্তি। মাকড়সার গায়ে আগুন লাগানোর জন্য নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছেন না তিনি।

Share
Published by
News Desk
Tags: California