World

চুলের জোরে ২৫ মিনিট ঝুলে রইলেন এক মহিলা, কারণটা অবাক করতে পারে

মহিলাদের মাথার চুল লম্বাই হয়। সেই চুলের জোরে ঝুলে রইলেন এক মহিলা। তাও আবার ২৫ মিনিট টানা। কারণটা অবশ্য অবাক করে দিতে পারে।

Published by
News Desk

একজন মহিলা তাঁর চুলের জোরে ঝুলে রয়েছেন মাটি থেকে অনেক উপরে। চুলের ওপর কি প্রবল চাপ পড়ছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। যে কোনও মহিলা তো বটেই, যে কেনও মানুষই বুঝবেন পুরো শরীরটার ভার যদি চুলের ওপর পরে তাহলে কতটা যন্ত্রণা সহ্য করতে হয়।

সেটা আবার সামান্য সময়ের জন্য নয়। টানা ২৫ মিনিট ধরে নিজের চুলের ওপর ঝুলে রইলেন এক মহিলা। ৩৯ বছর বয়স্ক মহিলা কোনও দুর্ঘটনা বা কোনও বাধ্যতা থেকে এমনটা করেননি।

তিনি এমনটা করেন তাঁর শখ থেকে। এখন প্রশ্ন হতেই পারে যে এমন আজব শখ কেন? কেন এই যন্ত্রণা সহ্য করা? এর উত্তরটা শুনে অবাক হতে পারেন।

৩৯ বছর বয়স্কা লায়লা একজন সার্কাস কর্মী। তিনি সার্কাসে চুলের ওপর ঝুলে থাকারই খেলা দেখান। তবে এতক্ষণ নয়। তিনি জানতে পারেন অস্ট্রেলিয়ার এক বাসিন্দা চুলের ওপর ঝুলে থাকার রেকর্ড গড়েছেন। তিনি ২৩ মিনিটের মত একটানা ঝুলে ছিলেন।

এটা জানার পর সার্কাসে কাজ করার পাশাপাশি ওই প্রায় ৪০ ছুঁইছুঁই মহিলা প্রবল অধ্যবসায় শুরু করেন। টানা ২ বছর ধরে চলে তাঁর লড়াই। অবশেষে তিনি বেছে নেন ক্যালিফোর্নিয়ার বিখ্যাত রেডউড ন্যাশনাল অ্যান্ড স্টেট পার্ক।

সবুজের মাঝে শুরু হয় তাঁর চূড়ান্ত শো। সবুজের মাঝে তাঁর শরীর চুলের জোরে শূন্য ভাসতে শুরু করে। এই অবস্থায় তাঁর শরীরী ভাষা ছিল অত্যন্ত শান্ত। তিনি অনেকটা যোগাসন করার মত অঙ্গ সঞ্চালন করতে থাকেন।

২৫ মিনিট ১১ সেকেন্ডের মাথায় তাঁকে নামিয়ে আনা হয়। পুরনো রেকর্ড ভেঙে সবচেয়ে বেশি সময় একটানা চুলে ঝুলে থাকার নতুন রেকর্ড গড়ে ফেলেন লায়লা।

Share
Published by
News Desk

Recent Posts