Categories: Kolkata

নার্স-আয়ার বিরুদ্ধে প্রসূতিকে মারধরের অভিযোগ

Published by
News Desk

কর্তব্যে গাফিলতির অভিযোগ করায় এক প্রসূতিকে মারধরের অভিযোগ উঠল ন্যাশনাল মেডিক্যাল কলেজে। ওই মহিলার বাড়ির লোকজন পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। বুধবার রাতে ওই মহিলা এক কন্যা সন্তানের জন্ম দেন। রাতে শিশুকে মায়ের পাশেই একটি বেডে রাখা হয়েছিল। মহিলার পরিবারের অভিযোগ, রাতে শিশুটি বেড থেকে পড়ে যায়। সদ্যোজাত সন্তানকে পড়ে যেতে দেখে ওই মহিলা চিকিৎসকদের কর্তব্যে গাফিলতির অভিযোগ করেন। অভিযোগ তাতে ক্ষেপে যান চিকিৎসকেরা। কর্তব্যরত নার্স ও আয়া ওই মহিলাকে মারধর করেন বলেও অভিযোগ। যার প্রতিবাদ করে পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার।

Share
Published by
News Desk

Recent Posts