Categories: Kolkata

কৃমির ওষুধ কেলেঙ্কারি, দায়ের জনস্বার্থ মামলা

Published by
News Desk

কৃমিনাশক ওষুধ খেয়ে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া স‌হ বিভিন্ন জেলায় শয়ে শয়ে ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আবু সোহেল নামে এক আইনজীবী। এদিন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ঘটনাটি শোনার পর মামলা দায়েরের অনুমতি দেন। শুক্রবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জনস্বার্থ মামলায় একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই ঘটনার তদন্তের দাবি জানান হয়েছে। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রও। গত বুধবার কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় বিভিন্ন জেলার স্কুলে ছাত্রছাত্রীদের কৃমিনাশক ওষুধ দেওয়া হয়। ব্যবস্থাপনার দায়িত্ব ছিল রাজ্য স্বাস্থ্য দফতরের কাঁধে। ওষুধ খাওয়ার পরই বিভিন্ন স্কুলের কয়েকশো ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়।

Share
Published by
News Desk

Recent Posts