Kolkata

৩৫ সপ্তাহের মাথায় গর্ভপাতে অনুমতি দিয়ে নজির গড়ল আদালত

কদিন পর সন্তান প্রসবের কথা ছিল যাঁর, তাঁকে এই শেষ মুহুর্তে এসে গর্ভপাতের অনুমতি দিল আদালত। অবশ্যই চিকিৎসকদের পরামর্শ গ্রহণের পর এই সিদ্ধান্ত জানান বিচারপতি।

Published by
News Desk

আইন বলছে সর্বোচ্চ ২৪ সপ্তাহের ভ্রূণের গর্ভপাত করানোর অনুমতি দেওয়া যায় ভারতে। কিন্তু এক্ষেত্রে ৩৫ সপ্তাহের মাথায় এসে গর্ভপাতে আদালতের অনুমোদন পেলেন এক সন্তানসম্ভবা। এমন ঘটনা ভারতে এই প্রথম।

গর্ভপাত চাইলেই করানো যায়না। নিয়ম হল কোনও কারণে গর্ভপাত করাতে হলে সেজন্য সব সময় আদালতের অনুমতির প্রয়োজন পড়ে।

বিশেষ কারণে হলে চিকিৎসকদের পরামর্শ নিয়ে আদালত সেই আবেদন মেনেও নেয়। এক্ষেত্রে কলকাতার এক দম্পতি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। গর্ভধারণ ৩৫ সপ্তাহে পড়লেও তাঁরা গর্ভপাতের অনুমতি প্রার্থনা করেন।

আদালত বিষয়টিতে সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি চিকিৎসকদের দল গঠন করে। সেই চিকিৎসকেরা সব দিক খতিয়ে আদালতকে জানিয়ে দেন ওই মহিলা যদি সন্তান প্রসব করেন তাহলে সেই সন্তান ও মা দুজনের জন্যই তা বিপজ্জনক হবে।

গর্ভে থাকা ভ্রূণের শিরদাঁড়ায় এমনই সমস্যা রয়েছে যে তা জন্মগ্রহণ করার পরও সারার নয়। মৃতপ্রায় হয়ে বাঁচতে হবে তাকে।

আদালত সবদিক বিবেচনা করে ও চিকিৎসকদের সুচিন্তিত পরামর্শ জানার পর এদিন ৩৫ সপ্তাহের মাথায় গর্ভপাতের অনুমতি দেয়।

তবে এটাও জানিয়ে দেয় গর্ভপাতের সময় কোনও অঘটন ঘটলে তার জন্য আদালত দায়ী থাকবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই রায় দিয়েছেন।

৩৫ সপ্তাহের মাথায় এভাবে গর্ভপাতের অনুমতি আদালতের তরফ থেকে পাওয়া ভারতে একটি নজির সৃষ্টি করল। ভারতে এত অ্যাডভানস স্টেজে গর্ভপাতের অনুমতি এই প্রথম মিলল।

Share
Published by
News Desk

Recent Posts